BJP Protest: কলকাতায় রোজ তিন ঘণ্টার অবস্থান, ব্লকস্তরেও প্রতিবাদের আঁচ ছড়াতে পথসভা, মিছিল, ধরনা বিজেপির

BJP: এই অবস্থায় আগামী ৬ অগস্ট থেকে ৮ অগস্ট এবং ১৬ অগস্ট থেকে ১৮ অগস্ট দুর্নীতির প্রতিবাদে রাজ্যের ব্লকে ব্লকে অবস্থান, মিছিল করবে দলের নেতা কর্মীরা।

BJP Protest: কলকাতায় রোজ তিন ঘণ্টার অবস্থান, ব্লকস্তরেও প্রতিবাদের আঁচ ছড়াতে পথসভা, মিছিল, ধরনা বিজেপির
চাকরি প্রার্থীদের সঙ্গে অবস্থানে সুকান্ত মজুমদার। রবিবার।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2022 | 7:00 AM

কলকাতা: নিয়োগ দুর্নীতিকে ইস্যু করে এবার সর্বাত্মক আন্দোলনের পথে নামছে বিজেপি। সোমবার দিল্লিতে সংসদ ভবন চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসছেন বিজেপি সাংসদরা। একইসঙ্গে রাজ্যজুড়েও পালিত হবে নানা কর্মসূচি। রবিবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়ে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, এই মুহূর্তে রাজ্যের দুর্নীতি দেখতে মানুষ সারাদিন সংবাদমাধ্যমে চোখ রাখছেন। বাংলার শিক্ষা জগতের যে দুর্দশা, গত কয়েকদিন ধরে মানুষ তা দেখছেন। এই অবস্থায় আগামী ৬ অগস্ট থেকে ৮ অগস্ট এবং ১৬ অগস্ট থেকে ১৮ অগস্ট দুর্নীতির প্রতিবাদে রাজ্যের ব্লকে ব্লকে অবস্থান, মিছিল করবে দলের নেতা কর্মীরা।

এদিন সুকান্ত মজুমদার বলেন, “আমরা ৬ অগস্ট থেকে ৮ অগস্ট, তার পর আবার ১৬ অগস্ট থেকে ১৮ অগস্ট ব্লক স্তরে অবস্থান, মিছিল, ধরনায় বসব। পশ্চিমবঙ্গের যতগুলো ব্লক আছে, প্রতি ব্লকে বসব। ৮ অগস্টের পর ১৬ অগস্ট করা হচ্ছে, কারণ, ঘরে ঘরে তেরঙ্গা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার একটি কর্মসূচি আমরা নিয়েছি। তাই এই বিরতি।” এর আগে ৫ অগস্ট পর্যন্ত মণ্ডল স্তরে পথসভা করবে ভারতীয় জনতা পার্টি। ১৮ অগস্ট পর্যন্ত কর্মসূচির পর ১৯ তারিখ থেকে জেলাস্তরে আইন অমান্যের ডাক দেওয়া হবে। সুকান্ত মজুমদার জানান, কলকাতায় তিন ঘণ্টা করে প্রতিদিন অবস্থান করবেন তাঁরা। তবে কোথায় তা হবে, এখনও স্থির হয়নি। চূড়ান্ত হলেই তা জানিয়ে দেওয়া হবে।

সুকান্ত মজুমদার বলেন, “আমরা ইতিমধ্যেই শহরে বিরাট মিছিল করেছি। সেই মিছিলে পার্টির কর্মী, সাধারণ মানুষের উপস্থিতি, উচ্ছ্বাস উদ্দীপনা দেখার মতো ছিল। প্রতিদিন আমরা টিভির পর্দায় আমরা দেখছি একটার পর একটা সম্পত্তি বেরিয়ে আসছে। তার প্রতিবাদে আমরা কর্মসূচি নিয়েছি। ৫ অগস্ট পর্যন্ত প্রতিটি নগর মণ্ডল অর্থাৎ মিউনিসিপ্যালিটি অর্থাৎ ওয়ার্ড ও অঞ্চল স্তরে পথসভা করে সকলকে আসল ঘটনা জানাব। ১৯ তারিখ থেকে ২৩ অগস্ট পর্যন্ত জেলাস্তরে আইন অমান্য এবং জেল ভরো আন্দোলন করা হবে। সোমবার থেকে আমরা টানা অবস্থান শুরু করছি। যতক্ষণ না পর্যন্ত এসএসসির তদন্ত সুনির্দিষ্ট পথে যায়, কলকাতায় আমরা নির্দিষ্ট স্থানে ৩ ঘণ্টা করে অবস্থান করব। এখনও অনুমতি পাইনি। জায়গা ঠিক হলে ক’টা থেকে হবে, জানিয়ে দেওয়া হবে।”