AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘অ্যাক্টিং প্রাইম মিনিস্টার অমিত শাহ, মীরজাফর হয়ে যেতে পারেন’, মোদীকে সতর্ক মমতার

Mamata Banerjee slams Amit Shah: আর মাস সাতেক পরে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বাংলায় SIR সম্পন্ন করার তোড়জোড় শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ কমিশনের চার কর্তা বাংলায় এসেছেন। ১৫ অক্টোবরের মধ্যে রাজ্যে SIR শুরু হতে পারে বলে জল্পনা বেড়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে নিয়ে বলতে গিয়ে অমিত শাহকে আক্রমণ করেন মমতা।

Mamata Banerjee: 'অ্যাক্টিং প্রাইম মিনিস্টার অমিত শাহ, মীরজাফর হয়ে যেতে পারেন', মোদীকে সতর্ক মমতার
কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 08, 2025 | 6:11 PM
Share

কলকাতা: পুজোর মরশুম। রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনের তোড়জোড়। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নজিরবিহীন আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়অমিত শাহ ‘অ্যাক্টিং প্রধানমন্ত্রী’-র মতো কাজ করছেন বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্কও করেন তিনি।

বিপর্যস্ত উত্তরবঙ্গ পরিদর্শনের পর বুধবার কলকাতায় ফেরেন মমতা। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিজেপ ও কেন্দ্রীয় সরকারকে একের পর এক তোপ দাগেন। মোদী সরকারকে আক্রমণ করে মমতা বলেন, “আমার বলতে খারাপ লাগছে, কিন্তু, এরা দেশকে শেষ করে দেবে। আমি অনেক সরকার দেখেছি। কিন্ত, আমি এমন ঔদ্ধত্য কখনও দেখিনি। এমন একনায়ক সরকার দেখিনি। তাদের মনে রাখা দরকার, তারা আজ ক্ষমতায় রয়েছে। কিন্তু, আগামিকাল ক্ষমতায় নাও থাকতে পারে। কোনও কিছুই স্থায়ী নয়।”

এরপরই অমিত শাহকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। আর মাস সাতেক পরে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বাংলায় SIR সম্পন্ন করার তোড়জোড় শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ কমিশনের চার কর্তা বাংলায় এসেছেন। ১৫ অক্টোবরের মধ্যে রাজ্যে SIR শুরু হতে পারে বলে জল্পনা বেড়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে নিয়ে বলতে গিয়ে অমিত শাহকে আক্রমণ করেন মমতা। তখনই তিনি প্রধানমন্ত্রীকেও সতর্ক করেন।

মুখ্যমন্ত্রী বলেন, “পুজোর মরশুমের মধ্যে ১৫ দিনে SIR আদৌ সম্ভব? সবাইকে নাম তুলতে হবে। এটা কী করছে এরা? বিজেপি পার্টির কমিশন হবে? নাকি গণতন্ত্রের অধিকারের কমিশন হবে? এটা পুরো অমিত শাহর খেলা। তিনি তো অ্যাক্টিং প্রধানমন্ত্রীর মতো কাজ করেন। আমি বলতে বাধ্য হচ্ছি, প্রধানমন্ত্রী সব জানেন। আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে পারি, সবসময় অমিত শাহকে বিশ্বাস করবেন না। একদিন তিনি আপনার বড় মীরজাফর হয়ে যাবেন। আগে থেকে সজাগ থাকুন। সকালই বলে দেয়, দিন কেমন যাবে।”

অমিত শাহকে মমতার আক্রমণ নিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “SIR নিয়ে ভয় পেয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। উনি যেভাবে ভোট চুরি করে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের ভোটে জেতেন, সেটা ধরা পড়ে যাবে বলে উনি এই সমস্ত অসংলগ্ন কথাবার্তা বলছেন। মীরজাফর যদি কেউ থাকেন, বাঙালি হিন্দুদের সঙ্গে মীরজাফরের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার চক্রান্ত করে।”