AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: কেন্দ্রের ‘একতরফা’ সিদ্ধান্তে ‘বিস্মিত’ মমতা, চিঠি লিখলেন মোদীকে

Mamata Banerjee writes letter to PM Narendra Modi: ২০১১ সালের ১৮ জুলাই ত্রিপাক্ষিক চুক্তির ফলে যে GTA গঠন হয়েছিল, সেকথাও চিঠিতে লিখেছেন মুখ্যমন্ত্রী। পাহাড়ি জেলায় যে শান্তি ও সম্প্রীতি রয়েছে, সেকথাও লিখেছেন তিনি। ২০১১ সালে তাঁর সরকার ক্ষমতায় আসার পর নিরন্তর চেষ্টায় এটা সম্ভব হয়েছে বলে চিঠিতে মমতা জানিয়েছেন। সেই চেষ্টা জারি রাখার কথাও জানিয়েছেন।

Mamata Banerjee: কেন্দ্রের 'একতরফা' সিদ্ধান্তে 'বিস্মিত' মমতা, চিঠি লিখলেন মোদীকে
নরেন্দ্র মোদীকে চিঠিতে কী লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
| Edited By: | Updated on: Oct 18, 2025 | 7:39 PM
Share

কলকাতা: দার্জিলিং, তরাই ও ডুয়ার্সে গোর্খাদের ইস্যু নিয়ে আলোচনার জন্য অবসরপ্রাপ্ত এক আইপিএস অফিসারকে নিয়োগ করেছে কেন্দ্র। কিন্তু, রাজ্যের সঙ্গে কোনও আলোচনাই করা হয়নি। এই নিয়ে ‘বিস্মিত’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের এই ‘একতরফা’ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন তিনি। কেন্দ্রের সিদ্ধান্তে তিনি হতবাক বলে চিঠিতে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।

আর কয়েকমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে গোর্খাদের বিভিন্ন ইস্যু নিয়ে কথোপকথনের জন্য অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিংকে নিযুক্ত করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, এই নিয়োগের আগে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনাই করা হয়নি। বিষয়টি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) এলাকার শান্তি, প্রশাসনের সঙ্গে সম্পর্কিত বলে চিঠিতে উল্লেখ করে তিনি। একইসঙ্গে জানান, এই রকম একতরফা সিদ্ধান্ত সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কাম্য নয়।

২০১১ সালের ১৮ জুলাই ত্রিপাক্ষিক চুক্তির ফলে যে GTA গঠন হয়েছিল, সেকথাও চিঠিতে লিখেছেন মুখ্যমন্ত্রী। পাহাড়ি জেলায় যে শান্তি ও সম্প্রীতি রয়েছে, সেকথাও লিখেছেন তিনি। ২০১১ সালে তাঁর সরকার ক্ষমতায় আসার পর নিরন্তর চেষ্টায় এটা সম্ভব হয়েছে বলে চিঠিতে মমতা জানিয়েছেন। সেই চেষ্টা জারি রাখার কথাও জানিয়েছেন।

মোদীকে চিঠিতে মমতা লিখেছেন, জিটিএ এলাকায় গোর্খাদের নিয়ে কোনও পদক্ষেপ রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতেই নেওয়া উচিত। রাজ্য সরকার ওই এলাকায় যে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে এনেছে, তা রক্ষার জন্য কোনও একতরফা সিদ্ধান্ত না নেওয়াই উচিত বলে মুখ্য়মন্ত্রী মনে করেন। কেন্দ্রের এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। চিঠির শেষে মোদীকে দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন মমতা।