উৎসবের উপহার: অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যও বোনাস ঘোষণা রাজ্যের

শীঘ্রই উৎসবের বোনাস পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। বোনাস প্রাপকদের এই তালিকায় রয়েছেন অবসরপ্রাপ্ত কর্মীরাও।

উৎসবের উপহার: অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যও বোনাস ঘোষণা রাজ্যের
ফাইল ছবি
Follow Us:
| Updated on: May 06, 2021 | 6:08 PM

কলকাতা: দেশ জুড়ে চলছে অতি মহামারির সংক্রমণ। প্রত্যেক ক্ষেত্রেই কীভাবে খরচ কম করা যায় তা নিয়ে ভাবতে ব্যস্ত রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। তবে তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় এসে উৎসবের বোনাস নিয়ে কোনও কার্পণ্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন নবান্নর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, শীঘ্রই উৎসবের বোনাস পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। তাৎপর্যপূর্ণভাবে, এই তালিকায় রয়েছেন অবসরপ্রাপ্ত কর্মীরাও।

রাজ্য সরকারের তরফে এ দিন এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত কর্মচারীরাও উৎসব উপলক্ষে ২,৫০০ টাকার এককালীন বোনাস পাবেন। এই বোনাস তাঁরাই পাবেন যেসব সরকারি কর্মচারীদের পেনশন ৩১ হাজার টাকার নীচে। এর পাশাপাশি সেসব সরকারি কর্মীদের বেতন ৩৬ হাজার টাকার মধ্যে, তাঁদের ৪,৫০০ টাকার বোনাস দেওয়া হবে। এই বোনাস এককালীন এবং উৎসব বোনাস হিসেবে দেওয়া হবে।

আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য বোনাস ঘোষণা রাজ্যের, চেয়ারে বসেই চমক মমতার

পাশাপাশি, যাদের মাসিক বেতন ৩৬ হাজার থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত তাঁদের ক্ষেত্রে রাজ্য জানিয়েছে, সেসব কর্মচারীরা ১২ হাজার টাকা পর্যন্ত অগ্রিম বেতন নিতে পারবেন। এই অগ্রিম মাইনেও উৎসব উপলক্ষে নেওয়া যাবে। এই নিয়ে ইতিমধ্যেই নবান্নর তরফে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে। পুজোর মাসের আগেই এই বোনাস সরকারি কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসায় মৃত ১৬ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ঘোষণা মমতার