শনিবার রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। তার আগে মঙ্গলবার বিভিন্ন জেলা থেকে হিংসার খবর আসছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি, বাসন্তী, ভাঙড় উত্তপ্ত। ওদিকে মুর্শিদাবাদও সকাল থেকেই শিরোনামে। বেলডাঙা, খড়গ্রামে তাজা বোমা উদ্ধার হয়েছে। কোচবিহারের তুফানগঞ্জেও বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে।
দিনভর পঞ্চায়েতের খবরের আপডেট থাকল এখানে —
বিজেপির দলীয় কর্মসূচি চলাকালীন বিজেপি কর্মীদের নির্মমভাবে মারধরের অভিযোগ। অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে। ব্যাপক উত্তেজনা নদীয়ার নবদ্বীপে। দফায় দফায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পদ্ম শিবিরের।
কাকদ্বীপ পুজো দিতে গিয়েছিলেন আরামবাগের (Arambagh) গৌরহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণবাটি ৮ নম্বর সংসদের সিপিএম প্রার্থী সুমিত্রা দাস। আচমকা বাড়িতে এল মৃত্যুর খবর। পরিবারের সদস্যদের দাবি তাঁকে খুন করা হয়েছে। বিস্তারিত পড়ুন- ভোটে জিততে কাকদ্বীপে পুজো দিতে গিয়েছিলেন, রেললাইনের ধার থেকে উদ্ধার বাম প্রার্থীর দেহ
আইএসএফের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের। যদিও তৃণমূলের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ আইএসএফ প্রার্থীর। বিস্তারিত পড়ুন – ISF-TMC Clash: ‘৫০টির বেশি বোমা ছুড়েছে’, দেগঙ্গায় তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আইএসএফের
প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে সমান অনুপাতে রাজ্য় ও কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে। এমনই পরামর্শ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। আইজি বিএসএফ বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
বিস্তারিত পড়ুন: প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার প্রস্তাব প্রধান বিচারপতির, বললেন পরিস্থিতি ‘অ্যাবনরমাল’
উত্তরবঙ্গে প্রচারে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই আচমকা তাঁকে ফোন করে স্বরাষ্ট্রমন্ত্রী। পঞ্চায়েত ভোট নিয়ে খোঁজ-খবর নেন বলে খবর। বিস্তারিত পড়ুন – Panchayat Polls 2023: পঞ্চায়েত ভোটের প্রচারের মধ্যেই আমচকা এল অমিত শাহর ফোন, কী বললেন সুকান্ত?
দিনহাটা এক নম্বর ব্লকের গোসানিমারির কাঁঠালতলা এলাকায় বোমা বিস্ফোরণ। বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিপত্তি। আহত ৩। আহতদের মধ্যে ২ জন শিশু রয়েছে। আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ভোট প্রচারে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। হাওড়ার সাঁকরাইল ব্লকে পাঁচপাড়া ত্রিকোণ পার্ক থেকে নিমতলা বড়পুকুর পর্যন্ত প্রচার করেন তিনি।
ভাঙড়ের মাঝেরআইট এলাকায় সোমবার রাতে তৃণমূল ও আইএসএফের মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে। সেই এলাকায় সেন্ট্রাল ফোর্স নিয়ে এরিয়া ডমিনেশন ও কনফিডেন্স বিল্ডআপ করছেন কাশীপুর থানার পুলিশ আধিকারিক।
নির্বাচনী প্রচারে বেরিয়ে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে গুরুতর আহত এক তৃণমূল কর্মী। সোমবার বিকালে মুর্শিদাবাদে খড়গ্রাম থানার উত্তরপাড়া এলাকার ঘটনা। ঘটনায় অভিযোগের তীর স্থানীয় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিীদের বিরুদ্ধে। ঘটনার পর বোমার আঘাতে রীতিমত জখম অবস্থায় সিরাজুল শেখ নামে ওই তৃণমূল কর্মীকে ভর্তি করা হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহত তৃণমূল কর্মী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সেখানেই।
নির্বাচনী প্রচারে বেরিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থীরা। এমনই অভিযোগ। মহিলা প্রার্থীদের হেনস্থা সহ বিজেপি প্রার্থীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যপক উত্তেজনা হুগলির তারকেশ্বর সন্তোষপুর এলাকায়। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
নির্দল প্রার্থীদের দেওয়াল নষ্টের অভিযোগ। গ্রামে পুলিশকে ঘিরে বিক্ষোভ। রণক্ষেত্র হুগলির আরামবাগের হিয়াতপুর।
বাসন্তী বিধানসভার নফরগঞ্জ পঞ্চায়েত এলাকার চৌরঙ্গী মোড় এলাকায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। হাসপাতালে ভর্তি তিনি। অভিযোগ ব্লক নেতাকে গুলি করা লক্ষ্য ছিল দুষ্কৃতীদের। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আহত হন খগেন খুটিয়া নামে ওই তৃণমূল কর্মী।
পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই একাধিকবার রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা কৃষ্ণপুর গ্রামে। আর যাতে কোনও রাজনৈতিক সংঘর্ষের ঘটনা না ঘটে, তার জন্য রাতভর চলছে জেলা পুলিশের কড়া নজরদারি। সোমবার রাতে তেমনি ছবি দেখা গেল কৃষ্ণপুর এলাকার প্রত্যেকটি পাড়ায় পাড়ায়।
আবারও আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ। উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। ব্যাপক বোমাবাজি ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাটি ভাঙড়ের মাঝেরআইট এলাকায়। সোমবার রাতের ঘটনা।
শুভেন্দু অধিকারী সভা করে ফিরতেই বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। আহত ৩ জন। জলপাইগুড়ির ধূপগুড়িতে এই ঘটনা। এক ৭৫ বছর বয়সি বৃদ্ধও আক্রান্ত বলে অভিযোগ। ধূপগুড়ির মধ্য খট্টিমারি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। পাল্টা হামলার অভিযোগ তুলেছে তৃণমূল ও।
কোচবিহারের তুফানগঞ্জে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে তাজা বোম উদ্ধার। বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার হয়। তৃণমূলের দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ওই বিজেপি প্রার্থীর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার পুলিশ। তৃণমূল অভিযোগ মানতে নারাজ।
সোমবার সন্ধ্যায় বীরভূমের মহম্মদবাজারের ভাঁড়কাটা গ্রামে ২ জন বিজেপির গ্রামপঞ্চায়েত প্রার্থী ও ১ জন নির্দল প্রার্থী যোগদান করল তৃণমূলে। তৃণমূলের তরফে এই দাবি করা হয়েছে। মন্ত্রী ফিরহাদ হাকিমের হাত থেকে তৃণমূলের পতাকা নেন তাঁরা।
মুর্শিদাবাদের বেলডাঙা থানার বেগুনবাড়ি পঞ্চায়েতের কাজীসাহা চারাতলার দমদমার মাঠে কালভার্টের নীচ থেকে ৩ জার বোমা উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি জারে বোমা দেখতে পায়। বোমাগুলি ঘিরে রাখে পুলিশ। ঘটনায় খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। কে বা কারা বোমা রেখেছে তদন্তে বেলডাঙা থানা পুলিশ।
বাসন্তীতে রাতের অন্ধকারে বিজেপি প্রার্থীকে অপহরণের ছকের অভিযোগ। বাড়িঘরে ভাঙচুর, অভিযোগের তির তৃণমূলের দিকে। বাসন্তী থানার ভরতগড় গ্রামপঞ্চায়েতের ৬ নম্বর গরান বোস এলাকার পশ্চিমপাড়া গ্রামের ঘটনা। আক্রান্ত হয়েছেন বিজেপির ২১৭ নম্বর বুথের প্রার্থী লতিকা সর্দার বলে অভিযোগ। বিজেপির তোলা ঘটনার কথা অস্বীকার করেছেন বাসন্তী ব্লকের তৃণমূল নেতা স্বপন পট্টনায়েক।
পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উদ্ধার তাজা বোমা। মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের সদল অঞ্চলের শঙ্করপুর গ্রামের মাঠের ধারে একটি প্লাস্টিকের বালতিতে উদ্ধার হয় বোমা। কে বা কারা রেখেছে তদন্তে খড়গ্রাম থানার পুলিশ।
নির্বাচনকে সামনে রেখে শাসক ও বিরোধী সংঘর্ষ। সংঘর্ষে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থী কুতুবউদ্দিন ঘড়ামি।অভিযোগের তির সিপিএমের দিকে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীকে উদ্ধার করে কুলতলি থানার পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।
তৃণমুল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল বীরভূমের মুরারইয়ের ডুমুরগ্রামে। তৃণমুল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়-সহ চার থেকে পাঁচটি বাড়িতে ভাঙচুর করা হয়েছে। আহত হয়েছেন উভয় পক্ষের চারজন।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে কৌটো বোমা উদ্ধার হরিহরপাড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে হরিহরপাড়া থানার রুকুনপুর কলাবাগানপাড়া এলাকায় তল্লাশি চালায় পুলিশ। একটি প্লাস্টিক ব্যাগ থেকে আটটি কৌটো বোমা উদ্ধার করে পুলিশ। খবর দেওয়া হয় বম্বস্কোয়াডকে।