ISF-TMC Clash: ‘৫০টির বেশি বোমা ছুড়েছে’, দেগঙ্গায় তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আইএসএফের

WB Panchayat Elections: বক্সিরহাটির ২০৯ নম্বর বুথে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতিতে একটি নির্বাচনী প্রচার কর্মসূচির আয়োজন করা হয়েছিল। একটি মিছিলও করার কথা ছিল তৃণমূল কর্মী সমর্থকদের। তার আগেই ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।

ISF-TMC Clash: ‘৫০টির বেশি বোমা ছুড়েছে’, দেগঙ্গায় তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আইএসএফের
ব্যাপক উত্তেজনা দেগঙ্গায়Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2023 | 10:02 PM

দেগঙ্গা: ভোটের (Panchayat Election 2023) বাকি আর মাত্র তিনটে দিন। কিন্তু, এখনও থামছে না অশান্তি। রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার আসতেই থাকছে অশান্তির খবর। মাঠে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। আহতদের দেখতে জেলায় জেলায় যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। এরইমধ্যে আইএসএফ (ISF) ও তৃণমূলের (Trinamool Congress) সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের বক্সিরহাটি ২০৯ নম্বর বুথ এলাকা। ঘটনায় ১০ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়। 

বক্সিরহাটি ২০৯ নম্বর বুথে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতিতে একটি নির্বাচনী প্রচার কর্মসূচির আয়োজন করা হয়েছিল। একটি মিছিলও করার কথা ছিল তৃণমূল কর্মী সমর্থকদের। শুরু হয়েছিল জমায়েতও। শাসকদলের অভিযোগ, তাঁদের কর্মী সমর্থকেরা জোড়ো হতেই এলাকায় আসতে শুরু করে আইএসএফের কর্মীরাও। তারাই তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে ইট ছুড়তে শুরু করে। তাতেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। খানিক পরেই তা গড়ায় হাতাহাতিতে। রণক্ষেত্রেই চেহারা নেয় গোটা এলাকা। 

শুরু হয় বোমাবাজি। অভিযোগ, একটি চারচাকা গাড়িকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর চলেছে গোটা এলাকাতেই। এদিকে ততক্ষণে খবর চলে গিয়েছে পুলিশে। এলাকায় ছুটে আসে দেগঙ্গা থানার পুলিশ। ঘটনায় তৃণমূল প্রার্থী ইকবাল হোসেন বলেন, “আইএসএফের কর্মীরাই এসব করেছে। ওরাই বাইরে থেকে প্রচুর বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল। ওদের হামলাতেই এলাকার অনেকগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের অনেক কর্মী আহত হয়েছে।” যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। আইএসএফ প্রার্থী বাকিবুল হোসেন বলেন, “ইকবালই ওদের দলবল নিয়ে আমাদের কর্মীদের মেরেছে। আমাদের ৬-৭ জনকে বেধড়ক মেরেছে। তৃণমূলের লোকেরাই এলাকায় বোমাবাজি করেছে। এলাকায় প্রায় ৫০টি বোমা চার্জ করেছে।”