WB Panchayat Elections: বাংলায় এমনও হয়! তৃণমূলের দেওয়াল লিখছেন বিজেপি প্রার্থী

WB Panchayat Elections: পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে প্রচারে দেওয়াল লিখনের অভিনবত্ব-সৌজন্যের ছবি ধরা পড়ছে। বসিরহাট মহকুমার ১ নং ব্লকের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েত থেকে এবার নিলয় বাবু পদ্মশিবিরের প্রার্থী।

WB Panchayat Elections: বাংলায় এমনও হয়!  তৃণমূলের দেওয়াল লিখছেন বিজেপি প্রার্থী
বিজেপি প্রার্থীর দেওয়াল লিখনImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2023 | 1:33 PM

বসিরহাট: পেশায় তিনি শিল্পী। তাঁর তুলির টানে ছবিতে প্রাণ ফুটে ওঠে। এবার তিনিই দাঁড়িয়েছেন পঞ্চায়েত নির্বাচনে। বিজেপি-র টিকিটে প্রার্থী হচ্ছেন তিনি। কিন্তু ওই যে শিল্পী তো তাই রাজনৈতিক মতাদর্শ কোনও বিভেদ আনতে পারেনি। রঙ-তুলির ক্যানভাসে তৃণমূল প্রার্থীদের দেওয়াল লিখছেন বিজেপি প্রার্থী নিলয় চক্রবর্তী।

পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে প্রচারে দেওয়াল লিখনের অভিনবত্ব-সৌজন্যের ছবি ধরা পড়ছে। বসিরহাট মহকুমার ১ নং ব্লকের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েত থেকে এবার নিলয় বাবু পদ্মশিবিরের প্রার্থী। পেশাগত ভাবে শিল্পী হওয়ার দরুণ নিজের দল তো বটেই অন্যান্য রাজনৈতিক দলেরও দেওয়াল লিখনের বরাত পেয়েছেন তিনি। রঙ তুলি নিয়ে বিজেপি প্রার্থীদের প্রচারের যেমন ছবি আঁকছেন তেমনই আবার তৃণমূল প্রার্থীদেরও দেওয়াল লিখন করছেন তিনি।

নিলয় চক্রবর্তী বলেন, “আমি একজন শিল্পী। আমার জীবনে প্রাধান্য আগে আমার পেশার। রাজনৈতিক সৌজন্যবোধের মধ্য দিয়ে এখানে শিল্পীর শিল্পকলা ফুটিয়ে তুলতে আমি নেমেছি। লড়াই হবে ভোটের দিন রাজনৈতিক ময়দানে। সেটা সম্পূর্ণ আলাদা।”

অন্যদিকে, তৃণমূল প্রার্থী নমিতা সরকার বলেন, “আমরা উন্নয়নের পক্ষে মানুষের কাছে যাচ্ছি। রাজনীতির ময়দানে এখানে রাজনৈতিক কোনও দ্বন্দ্ব নেই। আমরা এক জায়গায় বসবাস করি।” বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন, “মানুষের পেশা আলাদা থাকা উচিত। ওনার পেশা দেওয়াল লিখন তাই উনি লিখছেন। আর বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উনি তৃণমূলের মতো চুরি ডাকাতি করে জীবিকা নির্বাহ করেন না এটা আমাদের গর্ব। বাংলায় এই সুষ্ঠ রাজনীতি ফেরাতে চাই।”