Panchayat Election 2023: সব বুথে থাকবে কি কেন্দ্রীয় বাহিনী? নিরুত্তর রাজীব সিনহা
State Election Commission: সব বুথে কি কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হবে? সন্ধেয় রাজ্য নির্বাচন কমিশনের অফিস থেকে বেরনোর সময় কমিশনার রাজীব সিনহাকেও এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু তিনি নিরুত্তর থাকেন। এদিকে শনিবার ভোট। মাঝে সময় আর চার দিন।
কলকাতা: রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) পরিচালনার জন্য বাংলায় আসছে আরও কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তারপরও কি সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হবে? তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। কারণ, আরও বাহিনী আসলেও এবার ভোট হচ্ছে এক দফাতেই। আজ সন্ধেয় রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) অফিস থেকে বেরনোর সময় কমিশনার রাজীব সিনহাকেও এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু তিনি নিরুত্তর থাকেন। এদিকে শনিবার ভোট। মাঝে সময় আর চার দিন। কিন্তু তারপরও সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না, তা নিয়ে একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তবে রাজ্য পুলিশের পদস্থ অফিসারদের কাছে ইতিমধ্যেই একটি নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
কোন জেলায় কোন এলাকায় রাজ্য পুলিশের কতজন ইনস্পেক্টর, কতজন সাব ইনস্পেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর, কতজন কনস্টেবল মোতায়েন করা হবে, তার একটি বিস্তারিত তালিকা ধরে পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের কাছে। পুলিশ অফিসাররা কার কাছে রিপোর্ট করবেন, সেই সব বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে। একইসঙ্গে বলে দেওয়া হয়েছে, ৬ জুলাই সকাল ১০টার মধ্যে ভোটের ডিউটিতে পুলিশকর্মীদের মোতায়েন করে ফেলতে হবে। তাছাড়া কমিশন যে এলাকায় যত সংখ্যক পুলিশের কথা বলছে, তা যাতে কোনওভাবেই কম না হয়, সেই কথাও জানিয়ে দেওয়া হয়েছে।
জেলায় জেলায় যে পুলিশকর্মীরা মোতায়েন হবেন, তাঁদের ইনডাকশন থেকে শুরু করে ভোট পরিচালনার ক্ষেত্রে গাড়ির বন্দোবস্ত করা… সেই সব কিছুই সংশ্লিষ্ট পুলিশ সুপারদের করতে হবে। কোন পুলিশকর্মীরা সশস্ত্র থাকবেন, কোন পুলিশকর্মীদের লাঠি থাকবে, তাও বলে দেওয়া হয়েছে কমিশনের ওই চিঠিতে।