কলকাতা: এবারের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের ইস্যু একটাই। শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকেই হাতিয়ার করছে বিরোধীরা। তার বিপরীতে শাসক দলের ইস্যু কেন্দ্রের বঞ্চনা । শাসকের হাতিয়ার কেন্দ্রের বঞ্চনা। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে শাসক দল বলছে ১০০ দিনের টাকা, আবাস, রাস্তা পাচ্ছেন না মানুষ। এই দাবিকে সামনে রেখেই পঞ্চায়েত নির্বাচনের ডাক দিয়েছে শাসক।
রাজ্যে দু-দিনে মোট মনোনয়ন জমা পড়েছে ১১,১২৮টি। শুক্রবার প্রথম দিনে জমা পড়েছিল মোট ১৩৫৬টি মনোনয়ন। তবে শনিবার, দ্বিতীয় দিন মনোনয়ন জমা পড়ার হার বেশি। এদিন মোট ৯,৭৭২টি মনোনয়ন জমা পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। আরও পড়ুন: দ্বিতীয় দিনের শেষে মনোনয়ন জমার নিরিখে কোন দল এগিয়ে? দেখুন একনজরে
তৃণমূলের প্রার্থী ঘোষণার আগেই অপছন্দের কেউ প্রার্থী হতে পারে, এই সন্দেহে বারাসাত সংসদীয় জেলার দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড়। বারাসাত সংসদীয় জেলার সভাপতি এর কাছে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন তাঁরা।
ভাঙড়ে মনোনয়ন পেশ নিয়ে গণ্ডগোল বাধল শনিবার। এবার শাসক ও বিরোধী দলের প্রার্থীদের সংঘর্ষের মধ্যে পড়ে প্রহৃত হলেন সরকারি কর্মচারী। মার খেয়ে নাক ফাটল এক সরকারি কর্মচারীর।
অবাধ পঞ্চায়েত নির্বাচন করতে সমস্ত জেলা প্রশাসন ও পুলিশকে একগুচ্ছ নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। আরও পড়ুন: ‘রুট মার্চ, নজরদারি…’, অবাধ নির্বাচনে জেলা পুলিশ-প্রশাসনকে একগুচ্ছ নির্দেশিকা কমিশনের
মনোনয়ন তোলা ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল ডোমকল। বাম ও কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদল, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
আগামী ১৩ জুন সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। উল্লেখ্য, পঞ্চায়েত ভোট ঘোষণার দিনই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলে দিয়েছিলেন সর্বদলীয় বৈঠক না হওয়ায়। শুভেন্দুর বক্তব্য ছিল, কোনওরকম সর্বদলীয় বৈঠক না করেই একতরফাভাবে ভোট ঘোষণা করা হয়েছে। যদিও কমিশনের তরফে জানানো হয়েছিল, পরবর্তী সময়ে সর্বদলীয় বৈঠক ডাকা হবে। সেই মতো আগামী ১৩ জুন সর্বদলীয় বৈঠকের আয়োজন করছে রাজ্য নির্বাচন কমিশন।
বিস্তারিত পড়ুন: অশান্তি-গোলমালের মাঝেই মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন
আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে বারাসতে জেলাশাসকের দফতরে সর্বদলীয় বৈঠক হয়ে গেল শনিবার। সেই বৈঠকে বিজেপি, কংগ্রেস, CPI(M) এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গতকাল থেকে অশান্তি অভিযোগ। কী তথ্য, কেন সমস্যা, জানতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
মনোনয়ন পর্ব ঘিরে এবার উত্তেজনা ছড়াল বাঁকুড়ার পাত্রসায়েরে। অভিযোগ, এদিন বিজেপি কর্মীরা মনোনয়ন জমা দিতে গেলে তাঁদের বাধা দেয় তৃণমূলের একাংশ। মনোনয়নকে কেন্দ্র থেকে বেশ কিছুটা দূরে বোমাবাজিরও অভিযোগ ওঠে। প্রতিবাদে পাত্রসায়ের থানার কাঁকরডাঙা মোড়ে রাস্তায় বসে পড়ে অবরোধ করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
মনোনয়ন পর্ব ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল বাঁকুড়ার ছাতনা বিডিও অফিসে। মনোনয়নের সঠিক পরিকাঠামো নেই বলে অভিযোগ তুলে ছাতনার ব্লক অফিসে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়ক সত্যনারায়ন মুখোপাধ্যায়। বিডিও অফিসের আধিকারিকদের সাথেও তাঁর তুমুল বচসা হয়।
পঞ্চায়েত ভোটের আগে বিস্ফোরক বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটারে শুভেন্দু লিখেছেন, তিনি জানতে পেরেছেন পুলিশের পোশাক পরিয়ে সিভিক ভলান্টিয়ারদের কাজ করানোর পরিকল্পনা চলছে। সেই পোশাক পরেই নাকি সিভিক ভলান্টিয়াররা ভোটের ডিউটি করবেন।
Our Sources confirm that the Home Dept is planning to deploy Civic Volunteers posing as Police personnel, by making them wear uniforms resembling the ones worn by the Police.
The Civic Volunteers would be interchanged between districts; especially in the “sensitive” districts -… pic.twitter.com/cm6y81XDQl— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 10, 2023
বিজেপিকে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ কাটোয়ায়। কাটোয়া-১ ব্লক অফিসে বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপির অভিযোগ, যারা বাধা দিচ্ছে, তারা তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী। ঘটনার প্রতিবাদে কাটোয়ায় রাস্তা অবরোধ বিজেপির। পদ্ম শিবিরের অভিযোগ, মনোনয়ন জমা করতে গেলে বিজেপি প্রার্থী ও নেতা-কর্মীদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে।
ডোমকল, খড়গ্রাম-সহ একাধিক জায়গায় গন্ডগোলের অভিযোগ উঠেছে পঞ্চায়েতের মনোনয়ন পর্ব শুরু হতেই। এবার সেই অভিযোগগুলি নিয়ে রিপোর্ট চাইল কমিশন। কেন মনোনয়ন জমা দেওয়া যাচ্ছে না, প্রশ্ন কমিশনের। এর পাশাপাশি বোমা ও অস্ত্র উদ্ধারের ব্যাপারেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে। তবে কোন কোন জেলা স্পর্শকাতর, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
পঞ্চায়েত ভোটের (Panchayet Election 2023) নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে কার্যকর হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধিও (Model Code of Conduct)। আর সেই কারণে রোজগার মেলা (Rojgar Mela) বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে।
ডোমকল, খড়গ্রাম-সহ একাধিক জায়গায় গন্ডগোলের ছবি। রিপোর্ট চাইল কমিশন। কেন মনোনয়ন জমা দেওয়া যাচ্ছে না, প্রশ্ন কমিশনের। বোমা ও অস্ত্র উদ্ধারের ব্যাপারে কড়া নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে। স্পর্শকাতর কোন জেলা, তা অবশ্য এখনও সিদ্ধান্ত হয়নি। জানালেন নির্বাচন কমিশনার।
পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ঘুটিয়ারিশরিফে। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ঘুটিয়ারিশরিফ ফাঁড়ির সুভাষপল্লি এলাকায় একটি মাঠের মধ্যে থেকে দুটি ব্যাগে প্রায় ২০ থেকে ২৫ টি বোমা উদ্ধার করেছে পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়েছে।
মনোনয়নের শুরুতেই ছন্নছাড়া দশা। সামনে এল প্রস্তুতির ফাঁকফোকর। প্রথম দিন বহু জায়গায় দেওয়া যায়নি মনোনয়ন। মহা ফাঁপরে ব্লক প্রশাসন। ছন্নছাড়া দশার দায় কার? প্রস্তুতি ছাড়াই কেন মনোনয়নের দিন ঘোষণা? মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনের সকাল থেকে ঘটনাপ্রবাহ যদি দেখা যায়, তাহলে সব থেকেই উল্লেখ্য, সকালেই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম আশঙ্কা স্পষ্ট করেছিলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে হবে, তাতে গোটা দায়িত্বই নির্বাচন কমিশনের। মনোনয়ন পেশের সময় থেকেই যাতে কোনও রকমের অশান্তি না হয়, সেটা আগে থেকেই সতর্ক করে দিয়েছিলেন তিনি। গোটা দিন যত এগিয়েছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মনোনয়ন ঘিরে অশান্তির খবর এসেছে। বাঁকুড়ায় বিজেপি বিধায়কের গাড়ি লক্ষ্য করে ঢিল ঢোড়ারও অভিযোগ ওঠে। বিজেপি বিধায়ককে হেনস্থা, গাড়ি ভাঙারও চেষ্টা চলে।
বিস্তারিত পড়ুন: মনোনয়নের প্রথম দিনই ‘নাকানিচোবানি’, বিরোধীদের প্রশ্ন দায় কার?
পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা এখনও প্রকাশ হয়নি। তার আগেই প্রার্থী পছন্দ না হলে ভোট বয়কটের ডাক দিলেন তৃণমূল কর্মীরাই। শুক্রবার রাতে উলুবেড়িয়া দুই ব্লকে অভিরামপুরে বিভিন্ন জায়গায় ফ্লেক্স টাঙ্গালেন তৃণমূল কর্মীরা। পঞ্চায়েত সমিতির সদস্যের নামে দুর্নীতির অভিযোগ তুলেছেন। তৃণমূল কর্মীদেরই একাংশের বক্তব্য, প্রার্থী যদি বহিরাগত হন, তাহলে ভোট বয়কট করবেন তাঁরা।
ভোটের ঘণ্টা বেজেছে। মনোনয়নের প্রথম দিনেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। শুক্রবার সন্ধ্যায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার উত্তর অন্তরদীপা গ্রামে। বম্ব স্কোয়াড বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করে। বোমাগুলি এলাকায় কারা রাখল, তা নিয়ে তল্লাশি চলছে।
প্রশাসনের আধিকারিকদের বারবার বলেও কাজ হয়নি। শেষে অভিষেকের হস্তক্ষেপেই ঝাড়গ্রামে শুরু হল বাঁধ সারানোর কাজ। নেতার গুঁতোতেই এলাকায় যান সেচ মন্ত্রী। শুরু হয় বিনপুরের কোরার ও রাউত বাঁধ সারানোর কাজ। প্রশ্ন উঠছে, এতদিন কী করছিল সেচ দফতর? এক পক্ষ কাল আগে নবজোয়ার কর্মসূচিতে গিয়ে দহিজুড়ির বাসিন্দাদের বাঁধ সারানোর প্রতিশ্রুতি দেন অভিষেক।
শুভেন্দুর বিধানসভায় সিঁধ কাটল তৃণমূল। নন্দীগ্রামের সোনাচূড়া এলাকার আদি বিজেপি নেতা বিজন দাস যোগ দিলেন তৃণমূলে । বিষয়টিতে আমল দিতে নারাজ বিজেপি। গেরুয়া শিবিরকে কটাক্ষ ঘাসফুলের। তৃণমূলে যোগ দিয়েই বিজেপিকে আক্রমণ দলত্যাগী নেতার। পাশাপাশি ক্ষোভ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও। তাঁর অভিযোগ, বিজেপিতে শুধু দুর্নীতিগ্রস্ত নেতাদেরই ঠাঁই। আদি বিজেপি নেতাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। আত্মসম্মান নিয়ে দলে থাকা যাচ্ছে না। শুভেন্দু ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজনের চেষ্টা করছে বলেও অভিযোগ তাঁর। বিজেপিতে থেকে কাজ করা যাচ্ছিল না। অভিযোগ দলত্যাগী বিজেপি নেতা বিজন দাসের।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনেই ঝরল রক্ত। এর জন্য মুখ্যমন্ত্রী ও রাজ্য নির্বাচন কমিশনকেই দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিনে ভোট করানো নিয়েও সরব নন্দীগ্রামের বিধায়ক। তাঁর হুঁশিয়ারি, প্যারা মিলিটারি দিয়েই ভোট করানোর ব্যবস্থা হবে।
তৃণমূল সূত্রের খবর, আগামী সপ্তাহেই প্রকাশ হবে দলের প্রার্থী তালিকা। প্রার্থী তালিকা কেন্দ্রীয় ভাবে প্রকাশ করা হবে না। প্রায় ষাট হাজার প্রার্থীর তালিকা প্রকাশিত হবে সংশ্লিষ্ঠ জেলা থেকেই।