Panchayat Election: দ্বিতীয় দিনের শেষে মনোনয়ন জমার নিরিখে কোন দল এগিয়ে? দেখুন একনজরে

Nomination: দু-দিনে মোট ১১,১২৮টি মনোনয়ন জমা পড়েছে। যার মধ্যে কেবল জেলা পরিষদে মোট মনোনয়ন জমা পড়েছে ১৭৩টি। পঞ্চায়েত সমিতিতে মোট মনোনয়ন পড়েছে ১,৪২১টি এবং সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে গ্রাম পঞ্চায়েতে ৯,৫৩৪টি।

Panchayat Election: দ্বিতীয় দিনের শেষে মনোনয়ন জমার নিরিখে কোন দল এগিয়ে? দেখুন একনজরে
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 11, 2023 | 1:38 AM

কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayet Election 2023) দিনক্ষণ ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। তারপর শুক্রবার থেকেই শুরু হয়েছে মনোনয়নপর্ব। আর প্রথম দিন থেকেই ব্যাপক হারে মনোনয়ন জমা পড়ছে। শুক্রবার প্রথম দিনে জমা পড়েছিল মোট ১৩৫৬টি মনোনয়ন (Nomination)। তবে শনিবার, দ্বিতীয় দিন মনোনয়ন জমা পড়ার হার বেশি। এদিন মোট ৯,৭৭২টি মনোনয়ন জমা পড়েছে বলে নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে খবর। অর্থাৎ দু-দিনে মোট ১১,১২৮টি মনোনয়ন জমা পড়েছে। যার মধ্যে কেবল জেলা পরিষদে মোট মনোনয়ন জমা পড়েছে ১৭৩টি। পঞ্চায়েত সমিতিতে মোট মনোনয়ন পড়েছে ১,৪২১টি এবং সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে গ্রাম পঞ্চায়েতে ৯,৫৩৪টি।

নির্বাচন কমিশন সূত্রে খবর, শুক্রবার ও শনিবার মিলিয়ে দু-দিনে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিরই সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে। তিনটি স্তর মিলিয়ে বিজেপির মোট মনোনয়ন জমা পড়েছে ৪,৯০৩টি। যার মধ্যে জেলা পরিষদে পড়েছে ৪১টি, পঞ্চায়েত সমিতিতে ৬২৪টি এবং গ্রাম পঞ্চায়েতে বিজেপির মোট মনোনয়ন জমা পড়েছে ৪,২৩৮টি।

বিজেপির পর সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে সিপিআই(এম)-এর। দু-দিনে সিপিআই (এম)-এর মোট মনোনয়ন জমা পড়েছে ৪,২৪৯টি। যার মধ্যে জেলা পরিষদে পড়েছে ৯৪টি, পঞ্চায়েত সমিতিতে ৫১৭টি এবং গ্রাম পঞ্চায়েতে সিপিএমের মোট মনোনয়ন জমা পড়েছে ৩,৬৩৮টি।

দু-দিনে মনোনয়ন জমা করার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস। তিনটি স্তর মিলিয়ে কংগ্রেসের মোট মনোনয়ন জমা পড়েছে ৭১৭টি। যার মধ্যে জেলা পরিষদে পড়েছে ৭টি, পঞ্চায়েত সমিতিতে ৭৩টি এবং গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের মোট মনোনয়ন জমা পড়েছে ৬৩৭টি।

দু-দিনে শাসকদল তৃণমূল কংগ্রেসের মোট মনোনয়ন জমা পড়েছে ৬৩৩টি। এর মধ্যে জেলা পরিষদে পড়েছে মাত্র ১টি, পঞ্চায়েত সমিতিতে ১১০টি এবং গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের মোট মনোনয়ন জমা পড়েছে ৫২২টি।

EC

মোট মনোনয়ন জমার তালিকা।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসছে। বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হচ্ছে এবং ভোটের প্রস্তুতির জন্য খুব কম সময় দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। হাইকোর্টে মামলাও গড়িয়েছে। তবে এর মধ্যেই দু-দিনে বিরোধীদের যথেষ্ট মনোনয়ন জমা পড়েছে।