কলকাতা: নারী সুরক্ষায় এবার মহিলা পুলিশ (Lady Constable) নিয়োগে জোর দিচ্ছে রাজ্য। বুধবার ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। নবান্ন সূত্রে খবর, এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্দেশ দেন, জেলায় জেলায় মহিলা পুলিশ বাড়ানোর ক্ষেত্রে জোর দিতে হবে। ক্যারাটে, তাইকোন্ডো-সহ ‘এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি’তে যারা পারদর্শী, এই নিয়োগের ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে বলেও সূত্রের দাবি। প্রতিটি জেলা পুলিশের অধীনে ও পুলিশ কমিশনারেটের অধীনে এই নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। এদিন মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে (Harikrishna Dwivedi) এ নিয়ে নির্দেশও দিয়েছেন তিনি।
মহিলাদের সুরক্ষায় জেলায় জেলায় মহিলা পুলিশ ব্যাটেলিয়ন তৈরি করতে চলেছে রাজ্য। এর জন্য প্রচুর মহিলা পুলিশ নিয়োগ হবে বিভিন্ন জেলায়। কয়েক হাজার শূন্যপদে এই নিয়োগ হবে বলে সূত্রের খবর। মূলত যে সমস্ত মহিলারা ক্যারাটে, তাইকোন্ডোর মতো ‘এক্সট্রা কারিকুলার অ্যাকটিভি’তে দক্ষ, তাঁদের নিয়োগেই বেশি আগ্রহ দেখানো হবে।
নবান্ন সূত্রে খবর, এদিনের মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে মন্ত্রীদের মুখ্যমন্ত্রী বার্তা দেন, সামনেই রমজান ও রাম নবমী রয়েছে। সকলে যেন নিজেদের মতো করে তা পালন করতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘরের এই বৈঠকে কৃষি বিপণন দফতরের আধিকারিকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Anubrata Mondal at Woodburn Block: উডবার্নে ভর্তি হওয়ার কিছু নিয়ম আছে, আদৌ মানলেন অনুব্রত?
আরও পড়ুন: Anubrata Mandal vs CBI: সশরীরে হাজিরা দিতে ৪ সপ্তাহ সময় চাই, সিবিআইয়ের কাছে অনুরোধ অনুব্রতর