বছর শেষে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩০ ডিসেম্বর জাতীয় গঙ্গা পরিষদের সভা রয়েছে কলকাতায়। একইসঙ্গে রেলের একাধিক প্রকল্পেরও সূচনা করবেন তিনি। তাঁর হাত ধরেই বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের পথ চলা শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সম্ভাব্য কলকাতা-সফরসূচি সামনে এসেছে। ছবি PTI
৩০ ডিসেম্বর সকাল ১০টায় কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। ১০টা ১৫ নাগাদ বিমানবন্দর থেকে হেলিকপ্টারে আরসিটিসি হেলিপ্যাডের উদ্দেশে রওনা দেবেন। সাড়ে ১০টায় গাড়িতে হাওড়া স্টেশন পৌঁছবেন প্রধানমন্ত্রী। ছবি PTI
সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন-সহ একাধিক রেল প্রকল্পের উদ্বোধন কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এরপরই ১১টা ১০ মিনিট নাগাদ INS সুভাষে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে পুষ্পার্ঘ্য প্রধানমন্ত্রীর। সকাল ১১টা ১৫ নাগাদ নমামি গঙ্গে ঘুরে দেখবেন।
১১টা ৩৫ নাগাদ ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টা ১০ থেকে ১টা ৫৫ অবধি সময় রাখা হয়েছে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজের জন্য। আইএনএস সুভাষ থেকেই গাড়িতে আরসিটিসি হেলিপ্যাডের উদ্দেশে রওনা দেবেন। ছবি PTI
দুপুর ২টো নাগাদ কলকাতা বিমানবন্দরের উদ্দেশে উড়ান নেবে তাঁর কপ্টার। দুপুর ২টো ১৫য় বিমানে কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি PTI