Weather Update: আকাশে মেঘের দেখা, বৃষ্টিও আসছে পিছু পিছু?
Summer Update: হাওয়া অফিস বলছে, আগামী ২০ এপ্রিল পর্যন্ত ১৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।
কলকাতা: ‘মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে’। ইদানিং সূর্যের হাসিতে তেতেপুড়ে প্রাণ ওষ্ঠাগত হওয়ার দশা। তার যত কম দেখা মেলে, ততই মঙ্গল। বরং এখন মেঘের আশায় চাতক-প্রাণ বঙ্গবাসীর (Weather Update)। রবিবার বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ দেখাও গিয়েছে। সূর্যকে ঢেকে দিয়ে হঠাৎই আকাশে মেঘ দেখে কারও কারও মনে হয়েছে, এবার বোধহয় দাবদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে। তবে আবহাওয়া দফতর বলছে, এমনটা কেউ ভেবে থাকলে সে মূর্খের স্বর্গে বাস করছে। এ মেঘ আসলে মরীচিকা। নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আসা কিছু জলীয় বাষ্প এখনও পরিমণ্ডলে আছে, তাই মাঝেমধ্যে মেঘের আড়াল। আগামী ৫ দিন অন্তত বৃষ্টির কোনও আশা নেই। উল্টে দহনের পূর্বাভাসের মেয়াদ আরও বাড়িয়ে দিল আবহাওয়া দফতর। আগামী ২০ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা। তাপমাত্রায় খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছে তারা।
হাওয়া অফিস বলছে, আগামী ২০ এপ্রিল পর্যন্ত ১৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ৪০ ডিগ্রির আশপাশেই থাকবে কলকাতার পারদ। দক্ষিণবঙ্গে সব জেলাতেই গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা কোথাও কোথাও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছিল। কারণ, আংশিক মেঘলা আকাশ ছিল। রবিবারও তেমনটা দেখা গিয়েছে। তবে তাপমাত্রা খুব বেশি নামবে এমন একেবারেই নয়।
উল্টে, যে ১-২ ডিগ্রি পারদ নেমেছিল, তা আবার চড়বে। কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০° সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার তা বেড়ে ৪১ ডিগ্রিও হতে পারে। বৈশাখের প্রথম সপ্তাহ এভাবেই চলবে। চরম গরমের জন্য সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি স্কুল বন্ধ থাকবে। বন্ধ থাকবে স্কুল, কলেজও। ২২ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে বিকাশ ভবনের তরফে। পরিস্থিতি যদি এরকমই চলতে থাকে, সেক্ষেত্রে দ্বিতীয়বার ভাবনাচিন্তার পথও খোলা রেখেছে তারা।