Kolkata Weather: সময়ের আগেই চলে এল বৃষ্টি? অষ্টমীর আকাশে জমা কালো মেঘ
West Bengal Weather in Maha Ashtami: উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। সেই আপ্তবাক্য় খণ্ডন হয়নি বললেই চলে। বৃষ্টি নামল, তবে খুবই অল্প সময়ের জন্য। দুপুরে আবারও বৃষ্টি নামার সম্ভবনা রয়েছে, তবে তা প্য়ান্ডেল হপিংয়ের বাধা হবে না বলেই অনুমান হাওয়া অফিসের।

কলকাতা: অষ্টমীর দুপুরে আবহাওয়ার খামখেয়ালি ভাব। কখনও দাবদাহ, কখনও বা মুখভার করে ঝরে পড়ছে বৃষ্টি। পরিস্থিতি এমনই যে কেউ কেউ বাধ্য হয়েই প্রশ্ন তুলে ফেলছেন, পণ্ড হয়ে যাবে না তো অষ্টমী? আবহাওয়া দফতর বলছে, হলেও হতে পারে। কারণ মঙ্গলে দিনভর দেখা যাবে বৃষ্টির এমন খামখেয়ালিপনা। নদিয়া ও বর্ধমানের আকাশে তৈরি হবে বজ্রগর্ভ মেঘ। এমনকি, কলকাতার আকাশেও এই মেঘ তৈরি হয়েছে। বিশেষ করে দক্ষিণ কলকাতাতে এই বজ্রগর্ভ মেঘের জেরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে।
বৃহস্পতিবার সকালেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, বৃষ্টিপাতের সে রকম কোনও আশঙ্কা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। সেই আপ্তবাক্য় খণ্ডন হয়নি বললেই চলে। বৃষ্টি নামল, তবে খুবই অল্প সময়ের জন্য। দুপুরে আবারও বৃষ্টি নামার সম্ভবনা রয়েছে, তবে তা প্য়ান্ডেল হপিংয়ের বাধা হবে না বলেই অনুমান হাওয়া অফিসের।
নবমীতে থেকে ‘হাওয়া বদল’
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়ে দিয়েছিল, ষষ্ঠী-সপ্তমী-অষ্টমী নির্দ্বিধায় ঘুরে বেড়ানো সম্ভব। তবে নবমী থেকে হাওয়ার একেবারে বদলে যাবে। আন্দামান সাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণাবত তৈরি করবে নিম্নচাপ। যার প্রভাব পড়া শুরু হয়ে যাবে নবমীর রাত থেকেই। দশমীতে বৃষ্টি বাড়াবে তীব্রতা। দশমীর রাত থেকে তৈরি হবে দুর্যোগ। যা চলবে বেশ কয়েকদিন। সেই কারণেই আগাম ৩রা অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস।
এই সময়কালে কলকাতা, দুই পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি-সহ মোট ১১ জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে তৈরি হবে দুর্যোগ পরিস্থিতি। উপরের দিকের পাঁচ জেলায় দেখা যাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। নীচের দিকে অর্থাৎ মালদহ, দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভবনা। যা চলবে একেবারে শুক্রবার পর্যন্ত। তবে শনিবার থেকে বৃষ্টি খানিকটা কমতে পারে বলেও অনুমান আলিপুরের।
