West Bengal Weather: লাগাতার বর্ষণে জল যন্ত্রণা শহর-শহরতলিতে! আরও দু’দিনের ‘দুর্ভোগের’ পূর্বাভাস
Kolkata Rains: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। আর সেই কারণেই আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
কলকাতা: লাগাতার বর্ষণ, শহর ও শহরতলির একাধিক জায়গায় জলমগ্ন। আরও চলবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে (West Bengal Weather Update)।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। আর সেই কারণেই আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ ভারি বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম-সহ কলকাতার কিছু জায়গাতে।
ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কিছু জেলাতে। দার্জিলিং, কালিম্পঙে আরও বৃষ্টি হবে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ, বীরভূমেও। ভারী বৃষ্টির কারণে সমুদ্র উত্তাল হতে পারে সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্র যেতে বারণ করা হয়েছে। এদিকে, আগামী ৪৮ ঘণ্টা রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকায়, চাষিদেরও মাঠে কাজ করার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: ‘খারাপ আবহাওয়া’, আপাতত স্থগিত মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর
এদিকে, রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা। জল জমেছে পাটুলি, বাঘাযতীন, বোড়াল, ব্রহ্মপুর, গড়িয়া, আদি গঙ্গার লাগোয়া দক্ষিণ শহরতলির একাধিক ওয়ার্ডে। জলযন্ত্রণা আলিপুর বডিগার্ড লাইন, একবালপুর, বেহালার বিস্তীর্ণ এলাকা, তারাতলা, নিউ আলিপুর, রায় বাহাদুর রোড এলাকায়। সাদার্ন অ্যাভিনিউ, গড়িয়াহাট, শরৎ বসু রোড, বালিগঞ্জ প্লেস, কসবা, তপসিয়া, তিলজলা জলমগ্ন। উত্তর কলকাতার কলেজ স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, সুকিয়া স্ট্রিট, মুক্তারাম বাবু স্ট্রিট জলের তলায় আছে।