Harassment Cases: ‘টাচ’ করলেও FIR হয়, যৌন হেনস্থা হলে থানায় যাওয়ার আগে কী কী করবেন জেনে নিন
Harassment Cases: ন্যাশনাল ক্রাইম ব্যুরোর তথ্য বলছে, ২০২২ সালে ভারতে প্রতিদিন ৯০ জন মহিলা ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। এর থেকেই সার্বিক চিত্রটা মোটামুটি আন্দাজ করা যায়। কিন্তু এ তো গেল, 'রিপোর্ট' হওয়া 'কেস'। খাতা-কলমের বাইরে কত মেয়ে, প্রতিদিন, প্রতি রাতে, বাসে-ট্রামে-ঘরের বিছানায় যন্ত্রণার শিকার হন, সে খবর কে রাখে! আইন তো আছে, তাহলে কেন আজও এত অন্ধকার?

৯ অগস্ট, ২০২৪। সরকারি হাসপাতালের ভিতর থেকে উদ্ধার এক চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ। সেদিন ওই ৩১ বছরের তরুণীর চিৎকার কেউ শুনতে পেয়েছিল কি না, জানা নেই। তবে তাঁর জন্য গলা ফাটিয়েছে গোটা দেশ। ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় হয়েছে রাজধানী দিল্লি থেকে ‘তিলোত্তমা’ কলকাতা। বুকে আগুন নিয়ে যে মেয়েরা পথে নামছে, তা কি শুধুই ওই মেয়েটির জন্য? নাকি এগুলো সহ্যশক্তি পার করে যাওয়ার আর্ত চিৎকার? শুধুই কি শহরের এক সরকারি হাসপাতালের অভিশপ্ত সেমিনার রুম? কালিয়াচক অথবা হাঁসখালি, কোথাও পাট খেত, কোথাও বাঁশঝাড়, কোথাও আবার অভিজাত হোটেলের ঘর- সাংবাদিকতার সুবাদে প্রায় প্রত্যেকটা দিন এমন ঘটনার কথা কানে আসে। আবার অনেক কথা পৌঁছয় না কারও কানে…।...
