AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railway: নতুন প্রবেশদ্বার, নতুন কাউন্টার, পুজোর আগে ভিড় সামলাতে কী কী ব্যবস্থা নিল রেল

Railway News: থাকছে ট্রেন নির্দেশক বোর্ড, জিপিএস ঘড়ি, বিশেষভাবে সক্ষমদের জন্য র‍্যাম্প, আগের থেকে উন্নত আলোকসজ্জা ও পাবলিক অ্যাড্রেস সিস্টেম। দমদম স্টেশনে একটি নতুন বুকিং অফিস খোলা হয়েছে। সেখানেও থাকছে নতুন ৩টি কাউন্টার। সেগুলির মধ্যে একটি বিশেষভাবে সক্ষমদের তৈরি করা হয়েছে।

Railway: নতুন প্রবেশদ্বার, নতুন কাউন্টার, পুজোর আগে ভিড় সামলাতে কী কী ব্যবস্থা নিল রেল
ফাইল ছবিImage Credit: PTI
| Edited By: | Updated on: Sep 25, 2025 | 7:46 PM
Share

কলকাতা: পুজো মানেই ঠাকুর দেখা। বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীদের ভিড় বাড়ে দর্শনার্থীদের। বাসে-ট্রেনে যাত্রীসংখ্যাও বাড়ে। প্রত্যেক বছরই যাত্রী তথা দর্শনার্থীদের কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা নিয়ে থাকে রেল। রাতে ট্রেন চালানো থেকে শুরু করে একাধিক পদক্ষেপ করা হয়। এবারও তার ব্যতিক্রম হল না। এবারও পুজোর আগে যাত্রীদের চাপ সামলাতে বড় পদক্ষেপ করল ইস্টার্ন রেলের শিয়ালদহ বিভাগ।

অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতে শিয়ালদহ, দমদম ও কাঁচরাপাড়ায় চালু করা হল একাধিক নতুন সুবিধা। বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠকে রেলের তরফে সেকথা জানানো হয়েছে। শিয়ালদহ স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে ‘প্রফুল্ল দ্বার’- নামে নতুন প্রবেশদ্বারের উদ্বোধন করা হয়েছে। এর ফলে মূল গেট ও মেইন লাইনের প্লাটফর্মে চাপ কমবে বলে মনে করছে রেল। এছাড়া যাত্রীদেরও একাধিক সুবিধা দেওয়ার কথা ভাবা হয়েছে।

রেলের তরফে ৯টি নতুন বুকিং কাউন্টার খোলার কথা জানানো হয়েছে। এরর মধ্যে ৭টি থাকছে সাধারণ যাত্রীদের জন্য, একটি মহিলাদের জন্য, একটি বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য। এছাড়াও ৩টি নতুন এটিভিএম বসানো হচ্ছে, যাতে সহজেই টিকিট কাটতে পারেন যাত্রীরা। হয়রানি কমাতে কিউআর কোড টিকিটিং ব্যবস্থাও থাকছে।

এছাড়াও রেল যে ব্যবস্থাগুলি রাখছে, তার মধ্যে থাকছে ট্রেন নির্দেশক বোর্ড, জিপিএস ঘড়ি, বিশেষভাবে সক্ষমদের জন্য র‍্যাম্প, আগের থেকে উন্নত আলোকসজ্জা ও পাবলিক অ্যাড্রেস সিস্টেম। দমদম স্টেশনে একটি নতুন বুকিং অফিস খোলা হয়েছে। সেখানেও থাকছে নতুন ৩টি কাউন্টার। সেগুলির মধ্যে একটি বিশেষভাবে সক্ষমদের তৈরি করা হয়েছে।

যাত্রীদের অন্যান্য সুবিধার দিকেও নজর দিয়েছে রেল। কাঁচরাপাড়া স্টেশনে আধুনিক ইউরিনাল কমপ্লেক্স চালু করা হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য থাকবে রেল সুরক্ষা বাহিনী (RPF)। চুরি–ছিনতাই রুখতে বিশেষ নজরদারি চালানো হবে। পুরো স্টেশন চত্বরে থাকবে সিসিটিভি পর্যবেক্ষণ।