AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জোকা-এসপ্লানেড মেট্রো! আদৌ কবে এসপ্লানেড অবধি লাইন জুড়বে জানে না নির্মাণসংস্থাই

বছর দেড়েক আগে তৃতীয় পর্বের এই অংশের জন্য টেন্ডার ডাকে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। মাটির তলা দিয়ে কোন রুটে মেট্রো যাবে সে বিষয়ে ম্যাপিং করার জন্য এই টেন্ডার ডাকা হয়। তারপর...।

জোকা-এসপ্লানেড মেট্রো! আদৌ কবে এসপ্লানেড অবধি লাইন জুড়বে জানে না নির্মাণসংস্থাই
উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেশ কয়েকদিন কলকাতা মেট্রোর চাকাও থমকে ছিল। এরপর মেট্রো পরিষেবা চালু হলেও তা সাধারণ মানুষের জন্য হয়নি। বরং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই উঠতে পেতেন মেট্রোয়।
| Updated on: Jun 15, 2021 | 6:04 PM
Share

স্বর্ণেন্দু দাস: শহরে যে সমস্ত মেট্রো (Metro) প্রকল্পগুলির কাজ হচ্ছে, তার মধ্যে সব থেকে শ্লথ গতি বোধহয় জোকা-বিবাদীবাগ প্রকল্পের। নামেই জোকা-বিবাদীবাগ। আসলে জোকা থেকে শুরু হয়ে মেট্রো শেষ অবধি পৌঁছবে এসপ্লানেডে। ২০১০ সালে এই মেট্রো প্রকল্পের কাজ শুরু হয়। সেই সময়ই প্রকল্পটির জন্য বরাদ্দ করা হয়েছিল ৫১৩৩.৩৮ কোটি টাকা। ১১ বছর ঘুরতে চলল, তবু এখনও প্রকল্পটি হোঁচট খাচ্ছে পদে পদে। তাও জোকা থেকে তারাতলা এবং তারাতলা থেকে মোমিনপুর অবধি কাজ হওয়ার একটা লক্ষ্যমাত্রা মেট্রো রেলের তরফে রাজ্য সরকারকে জমা দেওয়া হয়েছে। কিন্তু মোমিনপুর থেকে এসপ্লানেডের কাজ যে কবে শেষ হবে এখনও অবধি সে সংক্রান্ত কোনও তথ্য রাজ্যের কাছে জমা পড়েনি। কোটি কোটি টাকার প্রকল্প এগোচ্ছে লক্ষ্য ছাড়াই।

জোকা থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রোর এই রুটে মোট ১৪টি স্টেশন থাকছে। জোকা এলাকাতেই ডায়মন্ড পার্ক, আইআইএম ও জোকা স্টেশন। এরপর ঠাকুরপুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, তারাতলা, মাঝেরহাট, মোমিনপুর, খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট ও এসপ্লানেড। প্রথম পর্যায়ে কাজ হবে জোকা থেকে তারাতলা পর্যন্ত। ৬.৫ কিলোমিটার এই অংশের কাজ শেষ হওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে ২০২২ সালে মার্চে। তারাতলা থেকে মোমিনপুর পর্যন্ত ২.২৬ কিলোমিটার অংশের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে ২০২২ সালের ডিসেম্বরে। এই অবধি পুরোটা মাটির উপর দিয়ে মেট্রো যাবে। কিন্তু এরপর? মোমিনপুর থেকে এসপ্লানেডের কাজ কবে শেষ হবে?

আরও পড়ুন: বিরোধী দলনেতার সাক্ষাৎ সেরেই শাহি-দরবারে ধনখড়, কথা হতে পারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গেও

মেট্রো রেল সূত্রে খবর, মোমিনপুর থেকে এসপ্লানেড পর্যন্ত ৫.৫৬ কিলোমিটার অংশের কাজ কবে শেষ হবে সে বিষয়ে এখনই নিশ্চিত করে কোনও তথ্য বলতে পারছে না নির্মাণকারী সংস্থা। রাজ্য সরকারকে দেওয়া নথিতে মেট্রো নির্মাণকারী সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) জানিয়েছে, একেবারে শেষ অংশ অর্থাৎ মোমিনপুর থেকে এসপ্লানেড পর্যন্ত অংশ মাটির তলা দিয়ে যাবে। তবে সেই অংশের কাজ কী ভাবে, কবে নাগাদ শেষ করা হবে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য নেই তাদের কাছে।

বছর দেড়েক আগে তৃতীয় পর্বের এই অংশের জন্য টেন্ডার ডাকে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। মাটির তলা দিয়ে কোন রুটে মেট্রো যাবে সে বিষয়ে ম্যাপিং করার জন্য এই টেন্ডার ডাকা হয়। তারপর থেকে কাজ চললেও কাজের গতি শম্বুক। প্রথম এবং দ্বিতীয় পর্বের কাজ ২০২২ সালে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হলেও বাকি অংশের কাজ কবে শেষ হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।