Explained: OBC কারা? জট কোথায়? কেন বারবার ধাক্কা খাচ্ছে রাজ্য?
EXPLAINED OBC: আপাতত ওই ওবিসি জটে আটকে নিয়োগ থেকে ভর্তি। হাইকোর্ট আগেই জানিয়ে দিয়েছিল, শংসাপত্র ব্যবহার করে যাঁরা সংরক্ষণের সুবিধা পেয়েছেন, এই নির্দেশে তাঁদের উপর কোনও প্রভাব পড়বে না। এই শংসাপত্র ব্যবহার করে যাঁরা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন, তাঁদেরও চিন্তার কোনও কারণ নেই। তবে নতুন করে আর কেউ এই শংসাপত্র চাকরিপ্রক্রিয়ায় ব্যবহার করতে পারবেন না।

গত বছর কলকাতা হাইকোর্টের নির্দেশের পর থেকেই পশ্চিমবঙ্গে জটিলতা অব্যাহত। কারা ওবিসি, কারা নয়, কারা চাকরি বা ভর্তির ক্ষেত্রে সুবিধা পাবে, কারা নয়- এই বিষয় নিয়ে জট কাটছেই না। ৫ লক্ষ ওবিসি(OBC) শংসাপত্র বাতিল হয়ে যাওয়ার পর থেকে আটকে আছে বহু নিয়োগ, আটকে আছে কলেজের ভর্তি প্রক্রিয়াও। এরই মধ্যেই আরও একটি মামলার রায় জট বাড়িয়ে দিয়েছে আরও। ওবিসি(OBC) শংসাপত্র নিয়ে কোথায় গেরো? কেন এত সমস্যা? এই অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) কী? যে সব সম্প্রদায় শিক্ষাগত এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া, তাদের অন্যান্য অনগ্রসর শ্রেণি হিসেবে চিহ্নিত করা হয়। ওই শ্রেণির উন্নয়নের জন্য সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, ‘অন্যান্য অনগ্রসর শ্রেণি’ ভুক্তদের...





