কলকাতা: পশ্চিমবঙ্গে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে কত হতাহত, সে তথ্য জানেন না দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। মঙ্গলবার বিধানসভায় যা নিয়ে শু রু হল শোরগোল। এমনকি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ধমক-ও খেতে হল রাজ্যের দমকল মন্ত্রীকে। মন্ত্রী কেন হোমওয়ার্ক করে আসেননি, খানিক ধমকের সুরে যেন তাই জানতে চাইলেন বিধানসভার অধ্যক্ষ।
ঠিক কী ঘটেছিল?
মঙ্গলের বিধানসভার তখন প্রশ্নোত্তর পর্ব। সেখানে তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার প্রশ্ন ছিল, ৩১ অগস্ট ২০২১ সাপেক্ষে রাজ্যে কতগুলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ও কতজন মানুষের প্রাণহানি ঘটেছে। কিন্তু অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রাণহানি পরিসংখ্যান দিতে না পারেননি। তাঁর উত্তর দিতে দেরি হচ্ছে দেখে ধমকের সুর শোনা যায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের গলায়। খানিক ভর্ৎসনার সুরে মন্ত্রী সুজিত বসুকে তিনি বলেন, “অগ্নিসংযোগ নিয়ে আপনি বলছেন। কিন্তু পরিসংখ্যান দিতে না পারা ঠিক নয়। আপনাকে তো জানতে হবে”।
যদিও সুজিতবাবু বিশেষ উত্তর করেননি। পরে তিনি জানান, এই তথ্য রয়েছে স্বরাষ্ট্র দফতরের কাছে । আর আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব-ও অন্য দিকে ঘুরে যায়। যদিও আগুন লেগে কত মৃত্যু হয়েছে, সেই তথ্য কেন সরাসরি দমকল মন্ত্রীর কাছে থাকবে না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
গত কয়েক মাসে শহরের বুকেই একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ শহরেই। তার বেশির ভাগ ক্ষেত্রে অকুস্থলে দেখা গিয়েছে স্বয়ং মন্ত্রীকে। তার পরেও তাঁর কাছে মৃত্যুর বিস্তারিত তথ্য না পেয়ে ক্ষুণ্ণ হলেন বিধানসভার অধ্যক্ষ। আর খানিক যেন বিড়ম্বনাতেও পড়তে দেখা গেল মন্ত্রী সুজিত বসুকেও।
আরও পড়ুন: Suvendu Adhikari: “বিএসএফ সম্পর্কে অশালীন শব্দ প্রয়োগ হয়েছে, মনে হচ্ছিল আফগানিস্তানে বসে আছি”