Arakan Army: আরাকান আর্মি কারা? কেন এত ভয় বাংলাদেশের? চিন্তা কি ভারতেও?

Arakan Army: প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে মায়ানমারের ২৭১ কিলোমিটারের সীমানা রয়েছে। বাংলাদেশের বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের মতো তিনটি জেলা রয়েছে মায়ানমারের ঠিক পাশেই। এই সীমান্তবর্তী জায়গাগগুলিতেই বর্তমানে আরাকান তাঁদের দাপট দেখাচ্ছে বলে জানা যাচ্ছে।

Arakan Army: আরাকান আর্মি কারা? কেন এত ভয় বাংলাদেশের? চিন্তা কি ভারতেও?
কোথায় ভয় বাংলাদেশের? Image Credit source: Facebook

Dec 14, 2024 | 1:13 PM

কলকাতা: সাম্প্রদায়িক হানাহানির বিষবাষ্পে জ্বলছে বাংলাদেশ। গোটা বিশ্বের দরবার নাক কাটলেও ভারত বিদ্বেষ থামছে না বাংলাদেশের। রণহুঙ্কার দিয়েই চলেছেন বাংলাদেশের কট্টরপন্থী নেতারা। কলকাতা থেকে সেভেন সিস্টার্স দখলের ডাক পর্যন্ত দিয়ে ফেলেছেন। তা নিয়ে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়। এপার থেকে ধেয়ে যাওয়া মিমের স্রোতে কার্যত নাকানিচোবানি খাচ্ছেন ওপারের বিএনপি-র মতো দলের নেতারা। নাস্তানাবুদ হতে হচ্ছে ইউনূস সরকারকে। কিন্তু, ভারত বিদ্বেষ থামছে কোথায়! থামছে না আস্ফালনও। কিন্তু, বাংলাদেশের একেবারে ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে এক ভয়ঙ্কর সৈন্য দল। যা দেখে অনেকেই বলছেন, ভারতের ‘খেয়ে’ ভারত বিদ্বেষের পালে হাওয়া তুলতে গিয়ে গিয়ে কখন যে নিজের পায়ের তলা থেকে মাটি সরে যাবে তা বুঝতে পারছে না বাংলাদেশের অন্তর্বতী সরকার। কিন্তু, কেন এই শঙ্কা? মুখে না বললেও তাঁদের ভয়ে কার্যত তটস্থ হয়ে আছে বাংলাদেশের সেনা। আরাকান আর্মি। হ্যাঁ এই সৈন্য দল নিয়েই এখ জোরদার চর্চা গোটা বিশ্বে। কেনই বা নিজের পায়ে কুড়ুল মেরে নিজেই বিপদ ডেকে আনছে বাংলাদেশ? কতটা ভয়ঙ্কর এই আরাকান আর্মি? কী তাঁদের উদ্দেশ্য?  ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন