Lakshmir Bhandar: বিধবা ভাতা প্রাপকরাও পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা, সিদ্ধান্ত মমতার
Lakshmir Bhandar: ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য স্কচ পুরস্কার (Skoch Award) পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
কলকাতা: এতদিন সিদ্ধান্ত ছিল, কোনও মহিলা যদি কোনওরকম ভাতা পান, তাহলে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন না। আর সে কারণেই যে সমস্ত মহিলারা বিধবা ভাতা পাচ্ছিলেন তাঁরা পাচ্ছিলেন না লক্ষ্মীর ভাণ্ডারের (Laxmir Bhandar) সুবিধা। কিন্তু বুধবার মন্ত্রিসভার বৈঠকে বদলে গেল সেই সিদ্ধান্ত। নয়া সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে কোনও বিধবার বয়স ৬০ বছরের নীচে হলে তাঁরাও লক্ষ্মী ভাণ্ডারের সুযোগ পাবেন। এর ফলে রাজ্যের বিধবাদের মুখে নতুন করে হাসি ফুটবে বলেই মনে করেছে ওয়াকিবহাল মহল।
এদিকে ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের জন্য স্কচ পুরস্কার (Skoch Award) পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মহিলা ও শিশু কল্যাণের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে প্লাটিনাম সম্মান দিয়েছে স্কচ। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতর ও সমাজ কল্যাণ দফতরের হাতে উঠেছে এই পুরষ্কার। পুরষ্কার পাওয়ার পর উচ্ছ্বসিত টুইট করতে দেখা গিয়েছিল মমতাকে।
টুইটারে মমতা লিখেছিলেন, “মহিলাদের ক্ষমতায়নকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে দেখেছি। এই প্রাপ্ত শুধু রাজ্য সরকারের নয়, গোটা পশ্চিমবঙ্গের ১.৮ কোটি মহিলার, যাঁরা আজ নিজের পায়ে দাঁড়িয়েছেন।” এবার রাজ্যের বিধবারাও শীঘ্রই এই তালিকায় যুক্ত হওয়ায় সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, আরও একাধিক প্রকল্পের জন্য রাজ্য সরকারের মাথায় উঠেছে নতুন পালক। রাজ্যের উৎসশ্রী প্রকল্পকেও স্কচ সিলভার পুরস্কার দেওয়া হয়েছে। একইসঙ্গে ঐক্যশ্রী প্রকল্পের জন্য গোল্ড পুরস্কার পেয়েছে রাজ্য। এরমধ্যে মন্ত্রিসভার বৈঠকে নতুন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক মহলের একটা বড় অংশ। এতে বিধবা মহিলাদের স্বনির্ভর হওয়ার পথ অনেকটাই প্রশস্ত হবে বলে মনে করা হচ্ছে।