Winter Update: উনিশের ঘরে কলকাতার পারদ, আপনার জেলায় কতটা নামল তাপমাত্রা? কী বলছে হাওয়া অফিস

Souvik Sarkar | Edited By: জয়দীপ দাস

Nov 17, 2024 | 10:06 AM

Winter Update: দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন সকালের দিকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। বাতি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে কুয়াশার দেখা মিলবে। উত্তরবঙ্গে কয়েক জেলায় শুধু জারি থাকছে ঘন কুয়াশার সতর্কতা।

Winter Update: উনিশের ঘরে কলকাতার পারদ, আপনার জেলায় কতটা নামল তাপমাত্রা? কী বলছে হাওয়া অফিস
কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও চলছে কুয়াশার দাপট। তবে সবথেকে বেশি ঘন কুয়াশার দাপট উত্তরের তিন জেলায়। দক্ষিণবঙ্গের চার জেলায় সকাল থেকে মাঝারি কুয়াশার দেখা মিলছে। তবে এই সাত জেলা ছাড়াও সাত জেলায় অল্প বিস্তর কুয়াশা-ধোঁয়াশার খেলা চলছে। সঙ্গে পারাপতনও চলছে। হাওয়া অফিস বলছে গতি বাড়ছে উত্তুরে হাওয়ার তাতেই শীতের আমেজ গোটা বাংলাজুড়েই। পশ্চিমের জেলাগুলিতে পারাপতন তুলনায় একটু বেশি। আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা বলছেন, আগামী দু’দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তবে জাঁকিয়ে শীত পড়তে পড়তে ডিসেম্বর। 

এদিকে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন সকালের দিকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। বাতি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে কুয়াশার দেখা মিলবে। উত্তরবঙ্গে কয়েক জেলায় শুধু জারি থাকছে ঘন কুয়াশার সতর্কতা। ঘন কুয়াশার চাদর থাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা কমে ৫০ থেকে ২০০ মিটার হতে পারে। বলছে হাওয়া অফিস। তবে কুয়াশার দাপট চললেও বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই কোনও জেলাতেই। 

এই খবরটিও পড়ুন

এদিকে শহর কলকাতায় রাতের পারাপতন জারি রয়েছে। এদিনই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে নেমে যায়। কমেছে সর্বোচ্চ তাপমাত্রার পারাও। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করছে ৩৪ থেকে ৯৩ শতাংশের আশপাশে। এদিকে দমদমের পারদ নেমেছে ১৭.২ ডিগ্রিতে। পুরুলিয়ায় ১৩.১ ডিগ্রি, শ্রীনিকেতনে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

Next Article