কলকাতা: বর্ষবরণ উৎসবে শীত ফেরার আশা। হালকা হলেও শীত ফিরতে চলেছে বাংলায়। পশ্চিমাঞ্চলের পারদ ১০ ডিগ্রির আশপাশে নামবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার পারদ নামতে পারে ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসে। এদিন কলকাতার তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
বিগত কয়েকদিন ধরেই দাপট চলছিল ঝঞ্ঝার। সে কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশেরও দেখা মিলেছে। আবহাওয়াবিদরা বলছেন, সরে যাচ্ছে ঝঞ্ঝা। সে কারণেই মঙ্গলবার থেকে ফিরবে ঠান্ডা।
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে কখনও নিম্নচাপ কখনও পশ্চিমী ঝঞ্ঝা আবার কখনও নিম্নচাপের কারণে আকাশের মুখ ভার দেখেছে। সঙ্গে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট চলেছে। উত্তরবঙ্গে পারা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরেই থেকেছে। তাতেই পিকনিকের ভরা মরসুমে মুখ ভার শীতপ্রেমীদের। এমনকী রবিবারের ছুটির সকালেও কলকাতা থেকে শীত কার্যত উধাও। যদিও হাওয়া অফিস বলছে, নতুন সপ্তাহের সঙ্গে নতুন বছরেই ফের দাপট বাড়াবে শীত।