Bidhannagar: কাউন্সিলরের গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ দলেরই মহিলা কর্মীর, সামাল দিতে ছুটলেন বিধায়ক
Bidhannagar: অভিযোগ, ওই গাড়ির চালক তাঁকে দিনের পর দিন মোবাইলের চ্যাটে কুপ্রস্তাব দিতেন। বৃহস্পতিবার দুপুরে আচমকা এই অভিযোগ নিয়ে ওই মহিলা কর্মী হাজির হন পুরনিগমের ওয়ার্ড অফিসে।
বিধাননগর: কুপ্রস্তাবের অভিযোগ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। ওয়ার্ড অফিসে প্রবল উত্তেজনা ছড়াল বৃহস্পতিবার সকালে। এক তৃণমূলের মহিলা কর্মী অভিযোগ তুললেন খোদ কাউন্সিলরের গাড়ির চালকের বিরুদ্ধে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সামাল দিতে আসরে নামতে হয় খোদ বিধায়ক তাপস চট্টোপাধ্যায়কে।
বিধাননগর পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন দলেরই এক মহিলা কর্মী। তাঁর অভিযোগ, ওই গাড়ির চালক তাঁকে দিনের পর দিন মোবাইলের চ্যাটে কুপ্রস্তাব দিতেন। বৃহস্পতিবার দুপুরে আচমকা এই অভিযোগ নিয়ে ওই মহিলা কর্মী হাজির হন পুরনিগমের ওয়ার্ড অফিসে। রীতিমতো চেঁচিয়ে অভিযোগ জানাতে থাকেন তিনি।
পরে উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন, বরো চেয়ারম্যান শাহনাজ আলি মণ্ডল সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যৌথভাবে বিক্ষোভকারী কর্মী ও কাউন্সিলরকে নিয়ে চলে বৈঠক। কোনও পক্ষই সংবাদমাধ্যমের সামনে মুখো খোলেনি। সূত্রের খবর, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে তৃণমূল নেতৃত্ব।