CM Mamata Banerjee: সারদা-অন্নপূর্ণার পর এবার মমতার তুলনা ভগিনী নিবেদিতার সঙ্গে

CM Mamata Banerjee: এর আগে বনগাঁর একটি রক্তদান শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায়কে রানি রাসমণির সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়ে ছিলেন বিশ্বজিৎ।

CM Mamata Banerjee: সারদা-অন্নপূর্ণার পর এবার মমতার তুলনা ভগিনী নিবেদিতার সঙ্গে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2022 | 11:44 PM

বাগদা: আগে সারদা দেবীর সঙ্গে মুখোমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) তুলনা করে বিতর্ক বাড়িয়েছিলেন তৃণমূল (Trinamool Congress) বিধায়ক নির্মল মাঝি। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বেলুড় মঠও। যদিও তারপরেও অন্নপূর্ণা ঠাকুরের সঙ্গে মমতার তুলনা করেছিলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। এবার একেবারে ভগিনী নিবেদিতার (Sister Nivedita) সঙ্গে মমতার তুলনা করে বসলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। যা নিয়ে ফের জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছে বঙ্গ রাজনীতির অন্দরে। 

এদিকে এর আগে বনগাঁর একটি রক্তদান শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায়কে রানি রাসমণির সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়ে ছিলেন বিশ্বজিৎ। যা নিয়েও রাজনৈতিক মহলে শুরু হয়ে যায় বিস্তর চাপানউতর। কিন্তু, এবার ফের করলেন ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা। শনিবার বিকালে বাগদার হেলেঞ্চা বাজারে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে মুখ্যমন্ত্রীর নানা কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন বিশ্বজিৎ। তখনই মমতাকে ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করে বসেন তিনি। 

এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, “ভগিনী নিবেদিতা কথা সাধারণ মানুষের জন্য সর্বক্ষণ কাজ করতেন। তেমনই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও সাধারণ মানুষের জন্য কাজ করেন। তাই এ কথা ভুল বলিনি।” তবে এদিনের রক্তদান শিবিরের থেকেই মমতা-নিবেদিতা তুলনার পাশাপাশি বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। এলাকা তাঁকে দেখা যাচ্ছে না, এই অভিযোগ তুলে তাঁর নামে নিখোঁজ ডায়রি করার কথাও বলেন তিনি। যা নিয়ে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চাপানউতর। এ প্রসঙ্গে তিনি বলেন, “এলাকার মানুষের উন্নয়নে প্রয়োজনে সাংসদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই কারণে কর্মীদের নিখোঁজ ডায়েরি করতে বলেছি়। পুলিশ  সংসদকে খুঁজে বের করুক।”