ChatGPT: ১৭ চিকিৎসক ব্যর্থ, ৪ বছরের শিশুকে নতুন জীবন দিল AI

AI: এক মাস আগেই আমেরিকার লং আইল্যান্ডে AI সার্জারির সাহায্যে এক পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির জীবন বেঁচেছে। তিন বছর আগে টমাস পুলে ডুব দেওয়ার সময় তাঁর ঘাড় এবং মেরুদণ্ড ভেঙে যায়, যার ফলে তাঁর ঘাড়ের নীচের অংশ অবশ হয়ে যায়। AI-এর সাহায্যে তাঁর সার্জারি করেন চিকিৎসক।

ChatGPT: ১৭ চিকিৎসক ব্যর্থ, ৪ বছরের শিশুকে নতুন জীবন দিল AI
প্রতীকী ছবি।Image Credit source: TV9 Bharatvarsh
Follow Us:
| Edited By: | Updated on: Sep 15, 2023 | 10:04 PM

নিউ ইয়র্ক: আইটি সেক্টর হোক বা অন্যান্য ক্ষেত্র, বর্তমানে কাজের ক্ষেত্রে বিশেষ জায়গা নিতে চলেছে AI (কৃত্রিম বুদ্ধিমত্তা)। এমনকি চিকিৎসাক্ষেত্রেও AI যেভাবে কাজ করছে, তা অবাক করে দিচ্ছে চিকিৎসকদেরও। মাস খানেক আগেই লং আইল্যান্ডের এক পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির জীবন বাঁচিয়েছিল এআই সার্জারি। এবার AI-এর সহায়তায় নতুন জীবন পেতে চলেছে চার বছরের শিশু। ওই শিশুর প্রকৃত রোগ যেখানে চিকিৎসকেরা খুঁজে পাচ্ছিলেন না, সেখানে AI সেটা চিকিৎসকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। AI-এর পরামর্শ মেনে শিশুটির চিকিৎসা শুরু করে কয়েক দিনের মধ্যেই ফল আসতে শুরু করেছে। সুস্থ হয়ে উঠতে শুরু করেছে শিশুটি।

AI-এর সহায়তায় শিশুর সুস্থ হয়ে ওঠার ঘটনাটি ঘটেছে আমেরিকায়। সেখানকার বাসিন্দা কোর্টনির সন্তান অ্যালেক্স এক অদ্ভুত অসুস্থতায় পড়ে। হঠাৎ করেই শিশুটি ঠিকমতো বসতে পারছিল না। তার প্রচণ্ড দাঁত ব্যথা শুরু হয়। ব্যথা এতটাই ছিল যে, সে জোরে চিৎকার করতে থাকে এবং সবকিছু চিবিয়ে খাওয়ার চেষ্টা করতে শুরু করে। ধীরে-ধীরে শিশুটির বিকাশও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। কোর্টনি দীর্ঘদিন ধরে সন্তানের চিকিৎসা করাচ্ছিলেন, কিন্তু কাজ হচ্ছিল না। অবশেষে AI-এর সহায়তায় শিশুটির রোগ নির্ণয় হয়।

মায়ের জেদেই AI-এর সাহায্য

কোর্টনি তাঁর সন্তানকে প্রায় ১৭ জন চিকিৎসককে দেখিয়েছিলেন। বহু পরীক্ষা, এমনকি MRI হয়েছিল। তারপরও কেউই শিশুটির রোগ নির্ণয় করতে পারেননি। এমনকি, মেডিক্যাল বোর্ড গঠন করা হলেও শিশুটির প্রকৃত সমস্যা কী, সে ব্যাপারে চিকিৎসকের দলও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। কোর্টনি জানান, চিকিৎসকেরা তাঁর সন্তানকে প্রতিদিন ব্যথানাশক ওষুধ খেতে দিয়েছিলেন। কিন্তু, আদতে তাঁর সন্তানের রোগের সুরাহা হত না। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কোর্টনি জানান, চিকিৎসকেরা তাঁর সন্তানের এই অবস্থার জন্য কোভিডকে দায়ী করেন। বিভিন্ন চিকিৎসকের দোরগোরায় দৌড়ে-দৌড়ে যখন কোনও পথ বেরোয় না, তখন পরিশ্রান্ত কোর্টনি নিজেই এই রোগ সম্পর্কে জানতে অনলাইনে অনুসন্ধান শুরু করেন। এরপরই তিনি এই রোগের অনুসন্ধানে ChatGPT-র সাহায্য নেওয়ার কথা ভাবেন।

রোগের উপসর্গ ও তার জবাব

কোর্টনি অ্যালেক্সের রোগের উপসর্গগুলি ChatGPT-তে নথিভুক্ত করেন, তার MRI রিপোর্টও শেয়ার করেন। অ্যালেক্সের ডানদিক ও বামদিকের মধ্যে একটি ভারসাম্যহীনতা এসেছিল। এমনকি সে বাবু হয়ে বসতে পারত না। কোর্টনি এগুলি ChatGPT-তে জানানোর পরই সে জানায়, এটি একটি স্নায়বিক অসুখ হতে পারে, যাকে টেথারড কর্ড বলা হয়। এই রোগটি মেরুদণ্ডের সঙ্গে সংযুক্ত।

ChatGPT-র জবাব পেয়েই কোর্টনি নিউরোসার্জনের সঙ্গে যোগাযোগ করেন এবং অ্যালেক্সের মেডিক্যাল ইতিহাস দেখান। ChatGPT-র পরামর্শও দেখান। নিউরোসার্জন ChatGPT-র পরামর্শ মোতাবেকই চিকিৎসা শুরু করেন। সেই চিকিৎসায় এখন অ্যালেক্স সুস্থতার পথে। সে আগের থেকে অনেকটাই ভাল আছে বলে জানিয়েছেন কোর্টনি।

AI সার্জারি জীবন বাঁচিয়েছে

এক মাস আগেই আমেরিকার লং আইল্যান্ডে AI সার্জারির সাহায্যে এক পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির জীবন বেঁচেছে। তিন বছর আগে টমাস পুলে ডুব দেওয়ার সময় তাঁর ঘাড় এবং মেরুদণ্ড ভেঙে যায়, যার ফলে তাঁর ঘাড়ের নীচের অংশ অবশ হয়ে যায়। নিউইয়র্কের ম্যানহাসেটের ফিনস্টেইন ইনস্টিটিউট তাঁর অস্ত্রোপচারের জন্য AI-এর সাহায্য নিয়েছিল। প্রথমত, তাঁর মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করা হয়েছিল, যাতে মস্তিষ্কের কার্যকলাপ পুরোপুরি পর্যবেক্ষণ করা যায়। ইনস্টিটিউটের ডিরেক্টর ডা. অশেষ মেহতার মতে, সার্জারিটি এমন ছিল যে, টমাসের জ্ঞান থাকতে হবে এবং তার মস্তিষ্ককে প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করতে হবে। AI এব্যাপারে অনেক সাহায্য করেছে। এটি ভবিষ্যতে চিকিৎসা ক্ষেত্রের জন্য ইতিবাচক বার্তা বলে জানান তিনি।