Maldah: প্যান্ট খোলা, নিম্নাঙ্গ রক্তাক্ত, মালদহে ‘যৌন নির্যাতনে’র শিকার এবার দশ বছরের বালক
Maldah: মঙ্গলবার সকালে মানিকচকের এক ব্যক্তির বাড়ির পাশের ক্ষেতের মাঝে ওই যুবককে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বাচ্চাটা রক্তাক্তও ছিল বলে পরিবারের দাবি। স্থানীয় বাসিন্দারাই প্রথমে বিষয়টি দেখতে পান। দ্রুত তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
মালদহ: নাবালিকাকে নৃশংসভাবে খুন, তারপর দশম শ্রেণির ছাত্রীর গণধর্ষণের অভিযোগের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই আরও এক শিউরে ওঠার মতো অভিযোগ। এবার চতুর্থ শ্রেণির বছর এগারোর বালককে যৌন নির্যাতনের অভিযোগ।মালদহের মানিকচকের ঘটনা। থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। কিন্তু ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।
মঙ্গলবার সকালে মানিকচকের এক ব্যক্তির বাড়ির পাশের ক্ষেতের মাঝে ওই যুবককে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বাচ্চাটা রক্তাক্তও ছিল বলে পরিবারের দাবি। স্থানীয় বাসিন্দারাই প্রথমে বিষয়টি দেখতে পান। দ্রুত তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। নাবালককে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মেডিক্যাল পরীক্ষা করানো হয়। চিকিৎসকরা প্রাথমিক ভাবে মনে করছেন, যৌন নির্যাতনের শিকার হয়েছে ওই বালক।
আপাতত ওই বালকের কাছ থেকে পরিবারের সদস্যরা অভিযুক্তের নাম জানতে পেরেছে। প্রাথমিকভাবে পাশের গ্রামেরই বাসিন্দা বছর পঞ্চান্নর এক প্রৌঢ়ের নাম জানতে পেরেছেন পরিবারের সদস্যরা। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মানিকচক থানায়। ঘটনার তদন্তে মানিকচক পুলিশ। তবে অভিযুক্ত এখনও পলাতক।
কিছুদিন আগেই মালদহে এক দশম শ্রেণির ছাত্রী যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। ধান ক্ষেতের পাশ থেকে অবিন্যস্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। সেক্ষেত্রে অভিযুক্তের তালিকায় ছাত্রীরই এক আত্মীয়।
চলতি মাসেই মালদহে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে। দশ বছরের এক ছাত্রীকে অপহরণ করে মুন্ড কেটে খুনের অভিযোগ ওঠে। পাশে বাড়ির ছাদে ছিল মুন্ড, ঝোপের মধ্যে ছিল দেহাবশেষ। আর সেক্ষেত্রেও ওই ছাত্রীর আত্মীয়কেই গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনার তদন্তে এখন মালদহে রয়েছে ফরেনসিক টিম। তার মধ্য়েই এই ধরনের ঘটনা।