SAFF Championship 2021: শ্রীলঙ্কার কাছেও আটকাল স্টিম্যাচের ভারত

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Oct 07, 2021 | 9:42 PM

প্রথম ম্যাচে বাংলাদেশের (Bangladesh) সঙ্গে ড্রয়ের পর এ বার শ্রীলঙ্কার (Sri Lanka) সঙ্গে ড্র। প্রতিবেশীদের কাছেই আটকে যাচ্ছেন সুনীলরা (Sunil Chhetri)। এ দিনের ড্রয়ের পর আতসকাঁচে স্টিম্যাচের (Igor Stimac) ভাগ্য।

SAFF Championship 2021: শ্রীলঙ্কার কাছেও আটকাল স্টিম্যাচের ভারত
দ্বিতীয় ম্যাচে গোলের দরজাও খুলতে ব্যর্থ ভারত। সৌ: টুইটার

Follow Us

মালে: এখন শ্রীলঙ্কার (Sri Lanka) কাছেও আটকে যাচ্ছে স্টিম্যাচের (Igor Stimac) ভারত (India)। সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF Championship) এগিয়ে থেকেও ১০ জনের বাংলাদেশকে হারাতে পারেননি সুনীলরা (Sunil Chhetri)। এ বার শ্রীলঙ্কার সঙ্গে গোলশূন্য ড্র করে বিপাকে স্টিম্যাচের দল। শেষ দুটো ম্যাচেই হারের মুখ দেখেছে লঙ্কাবাহিনী। তারাও রুখে দিল সুনীলদের।

শ্রীলঙ্কার কাছে ড্রয়ের পর এক লজ্জার রেকর্ড করল ভারতীয় ফুটবল দল। সাফে এই প্রথমবার টানা দুটো ম্যাচে ড্র করল ভারত। ফিফা ক্রমতালিকায় ভারতের স্থান ১০৭। আর শ্রীলঙ্কার ২০৫। প্রায় ১০০ ধাপ পিছিয়ে থাকা শ্রীলঙ্কার বিরুদ্ধেও এখন জিততে পারেন না সুনীল, উদান্তা, কোলাসোরা। খেলার দ্বিতীয়ার্ধে ৮ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়। সেই সংযোজিত সময়েও গোল করতে পারেননি সুনীলরা। স্টিম্যাচের হাত ধরে এক লজ্জার সরণিতে পা রাখল ভারতীয় ফুটবল।

 

 

প্রথম ম্যাচে বাংলাদেশের (Bangladesh) সঙ্গে ড্রয়ের পর এ বার শ্রীলঙ্কার সঙ্গে ড্র। প্রতিবেশীদের কাছেই আটকে যাচ্ছেন সুনীলরা। এ দিনের ড্রয়ের পর আতসকাঁচে স্টিম্যাচের ভাগ্য। ক্রোয়েশিয়ার কোচকে আর সুনীলদের দায়িত্বে রাখা হবে কিনা তা নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে ফেডারেশনে। যেই সাফে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন ভারত (৭ বার), সেই সাফেই এখন লজ্জা বয়ে বেড়াচ্ছে স্টিম্যাচের দল। ২ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের তিন নম্বরে সুনীলরা। রবিবার ভারতের ম্যাচ নেপালের (Nepal) বিরুদ্ধে। ২ ম্যাচ জিতে এক নম্বরে রয়েছে নেপাল। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। নেপালের পর মলদ্বীপের বিরুদ্ধে খেলবেন সুনীলরা। পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দলের মধ্যে হবে ফাইনাল।

 

আরও পড়ুন: UEFA Nations League: ইতালির দৌড় থামাল স্পেন

Next Article