Face Pack Ideas: দিওয়ালির আগে উজ্জ্বল ত্বক চান? ঘরেই বানিয়ে ফেলুন এই ম্যাজিক্যাল ফেসপ্যাক
কয়েকটি সাধারণ উপাদান একসঙ্গে মিশিয়ে বানিয়ে ফেলতে পারেন এমন কিছু ফেসপ্যাক, যা আপনার ত্বকে এনে দেবে প্রাকৃতিক উজ্জ্বলতা। নিম্নে ৫টি DIY ফেসপ্যাকের আইডিয়া তুলে ধরা হল। এই উপাদানগুলো রয়েছে আপনার বাড়ির হেঁশেলেই। জেনে নিন বিস্তারিত।

দিওয়ালি মানেই আলো, রঙ, উচ্ছ্বাস আর তার সঙ্গে নিজেকে সাজিয়ে তোলার আনন্দও। কিন্তু এত আলো ঝলমলে উৎসবের মাঝে যদি মুখের ত্বক ক্লান্ত, নিষ্প্রভ বা রুক্ষ দেখায়, তা হলে পুরো সাজটাই যেন ম্লান হয়ে যায়। পার্লারে না গিয়েও তবে কীভাবে পাবেন সেই কাঙ্ক্ষিত দীপ্তি? উত্তর আছে আপনার হেঁশেলেই! কয়েকটি সাধারণ উপাদান একসঙ্গে মিশিয়ে বানিয়ে ফেলতে পারেন এমন কিছু ফেসপ্যাক, যা আপনার ত্বকে এনে দেবে প্রাকৃতিক উজ্জ্বলতা। নিম্নে ৫টি DIY ফেসপ্যাকের আইডিয়া তুলে ধরা হল।
বেসন ও হলুদের সোনালি স্পর্শ
বেসন, হলুদ ও দই এই তিনটি উপাদানের মিশ্রণ বহুদিন ধরেই উজ্জ্বল ত্বকের গোপন রহস্য। এক চামচ বেসনের সঙ্গে এক চিমটি হলুদ ও এক চামচ টক দই মিশিয়ে নিন। মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের মৃত কোষ দূর করে রক্ত চলাচল বাড়ায়, ফলে মুখে আসে প্রাকৃতিক গ্লো।
চন্দন ও গোলাপজলের ঠান্ডা জাদু
দিওয়ালির ব্যস্ততায় ধুলো ময়লা আর দূষণ ত্বকে ক্লান্তি আনে। চন্দনগুঁড়ো ও গোলাপজল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এটি মুখে লাগালে ত্বকে শীতলতা আসে, রোদে পোড়া ভাব কমে আর ত্বক হয় একদম মসৃণ।
মধু ও লেবুর উজ্জ্বল ছোঁয়া
যাদের ত্বক একটু শুষ্ক, তাদের জন্য এই প্যাক আদর্শ। এক চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এটি মুখে লাগালে ত্বক আর্দ্র থাকে, আর লেবুর সাইট্রিক অ্যাসিড ম্লান দাগ দূর করে। নিয়মিত ব্যবহার করলে মুখের ক্লান্তি দূর হয়। আর ত্বক লাগে উজ্জ্বল।
দুধ ও চালের গুঁড়োর প্রাকৃতিক এক্সফোলিয়েশন
এক চামচ চালের গুঁড়োর সঙ্গে সামান্য দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে হালকা হাতে মাসাজ করে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক মৃত কোষ সরিয়ে ত্বককে করে তুলবে মোলায়েম ও টানটান।
অ্যালোভেরা ও টক দইয়ের স্নিগ্ধ যত্ন
অ্যালোভেরা জেল ও টকদই মিশিয়ে তৈরি করুন এক অনন্য ময়েশ্চারাইজিং প্যাক। এটি ত্বকের গভীরে আর্দ্রতা ধরে রাখে এবং ত্বককে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা। যারা সারাদিন বাইরে থাকেন, তাঁদের জন্য এই প্যাক বিশেষভাবে উপকারী।
দিওয়ালির আগে উজ্জ্বল ত্বক পাওয়ার কোনও শর্টকাট নেই। কিন্তু নিয়মিত যত্নই হতে পারে আপনার সবচেয়ে বড় গোপন রহস্য। বাজারের কেমিক্যাল ভরা ক্রিম নয়, বরং ঘরোয়া উপাদানের এই ফেসপ্যাকগুলোই এনে দিতে পারে সেই ফেস্টিভ গ্লো। এই দfওয়ালিতে নিজের ত্বককেও সাজিয়ে তুলুন আলোর মতো উজ্জ্বল, যেন প্রতিটি ছবিতে ঝলমল করে ওঠে আপনার প্রাকৃতিক দীপ্তি।
