Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Open Pores: নাকের দু’পাশে বাড়ছে ওপেন পোরস? ১৫ সেকেন্ড বরফ ঘষলেই পাবেন মসৃণ ত্বক

Oily Skin Care: তৈলাক্ত ত্বকের সবচেয়ে বড় সমস্যা ওপেন পোরস। উন্মুক্ত রোমকূপ শুধু যে সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়, তা নয়। রোমকূপের মুখ খোলা থাকলে এখান থেকে অত্যধিক পরিমাণে সিবাম উৎপন্ন হয়। এতে মুখে তেলতেলে ভাব বাড়ে। এমনকী ব্রণ হওয়ার পিছনেও ওপেন পোরস দায়ী।

Open Pores: নাকের দু'পাশে বাড়ছে ওপেন পোরস? ১৫ সেকেন্ড বরফ ঘষলেই পাবেন মসৃণ ত্বক
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2023 | 3:43 PM

তৈলাক্ত ত্বকের সবচেয়ে বড় সমস্যা ওপেন পোরস। উন্মুক্ত রোমকূপ শুধু যে সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়, তা নয়। রোমকূপের মুখ খোলা থাকলে এখান থেকে অত্যধিক পরিমাণে সিবাম উৎপন্ন হয়। এতে মুখে তেলতেলে ভাব বাড়ে। পাশাপাশি রোমকূপে সমস্ত ময়লা, জীবাণু এসে জমে। এর জেরেই ব্রণর সমস্যা দেখা দেয়। তাই আপনাকে এই ওপেন পোরসের সমস্যা দূর করতে হবে। এক্ষেত্রে সাহায্য নিন ঘরোয়া প্রতিকারের।

মুলতানি মাটি 

ওপেন পোরসের সমস্যা দূর করতে হবে এমন উপাদান বেছে নিতে হবে যা আপনার তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী। এক্ষেত্রে আপনি মুলতানি মাটি ব্যবহার করতে পারেন। মুলতানি মাটি ত্বকের প্রদাহ কমায়। পাশাপাশি উন্মুক্ত রোমকূপকে সঙ্কুচিত করে। ত্বকের উপর কুলিং এফেক্ট এনে দেয় মুলতানি মাটি। এছাড়া তেলতেলে ভাব কমায় এবং সমস্ত ময়লা ও জীবাণু দূর করে দেয়। ১ চামচ মুলতানি মাটির সঙ্গে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। ৩০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এরপর অবশ্যই ময়েশ্চারাইজার মেখে নেবেন।

বেসন

বাঙালির হেঁশেলে বেসন সবসময় মজুত থাকে। ফেসওয়াশ শেষ হয়ে গেলে কাজে আসে এই বেসন। বেসন মুখ থেকে অতিরিক্ত তেল দূর করে দেয় এবং ওপেন পোরসের সমস্যাও দূর করে। বেসনের সঙ্গে টক দই মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রাখুন। তারপর হালকা হাতে মালিশ করে মুখ ধুয়ে ফেলুন। এভাবে বেসন ব্যবহার করলে ত্বকের উপরিতলে জমে থাকা মৃত কোষও দূর হয়ে যাবে। এই ফেসপ্যাক ব্যবহারের পর মুখে বরফ ঘষে নিন। এতে ওপেন পোরসের সমস্যা সহজেই দূর হয়ে যাবে।

ওটস 

ওজন কমানোর পাশাপাশি ত্বকের সমস্যা কমাতেও সাহায্য করে ওটস। ওটস ত্বককে এক্সফোলিয়েট করতে, ব্রণ দূর করতে এবং ওপেন পোরসের সমস্যা দূর করতে সাহায্য করে। ওটস গুঁড়ো করে নিন। তারপর এতে জল ও মধু মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে হালকা হাতে স্ক্রাব করুন। তারপর ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

বরফ

ফেসপ্যাক বা ফেসস্ক্রাব বানিয়ে ব্যবহারের সময় অনেকের হাতেই থাকে না। সেক্ষেত্রে আপনি বরফের সাহায্য নিতে পারেন। একটি মসলিনের কাপড়ের মধ্যে বরফের টুকরো নিয়ে ত্বকের উপর ঘষুন। ১৫-৩০ সেকেন্ড ঘষতে হবে। এতে ত্বকে রক্ত সঞ্চালন উন্নত হবে। ত্বক টানটান হবে এবং ওপেন পোরসের সমস্যা দূর হবে। ত্বকের প্রদাহ, ফোলাভাব কমাতেও এই টোটকা দারুণ কার্যকর। মেকআপ শুরু আগে এই টোটকা কাজে লাগাতে পারেন।