Hair Care: সামান্য পরিবর্তন এনেই চুলের শুষ্কভাবকে দূর করতে পারবেন!

TV9 Bangla Digital | Edited By: megha

Oct 03, 2021 | 9:10 AM

রুক্ষ, শুষ্ক চুলে সতেজতা নিয়ে আসার জন্য আপনার নিয়ে এসেছি কয়েকটি দারুণ উপায়। জীবনধারায় মৌলিক পরিবর্তনের দ্বারাই আপনি শুষ্ক চুলের সমস্যা থেকে রেহাই পেতে পারেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে যত্ন নেবেন আপনার শুষ্ক চুলের।

Hair Care: সামান্য পরিবর্তন এনেই চুলের শুষ্কভাবকে দূর করতে পারবেন!
প্রতীকী ছবি

Follow Us

স্টাইল করার জন্য আপনি প্রায়শই চুলে রঙ করেন, নানান যন্ত্রপাতি ব্যবহার করে। এতে আপনাকে সুন্দরও দেখায়। কিন্তু তারপর আপনার চুলের কী অবস্থা হয় ভেবে দেখেছেন? আজকাল অনেকেই রুক্ষ, শুষ্কের চুলের অভিযোগ জানান। এর পিছনে দূষণ যে দায়ী সেই বিষয় কোনও সন্দেহ নেই। কিন্তু আপনার জীবনধারাও আপনার চুলের ক্ষতি করে।

রুক্ষ, শুষ্ক চুলে সতেজতা নিয়ে আসার জন্য আপনার নিয়ে এসেছি কয়েকটি দারুণ উপায়। জীবনধারায় মৌলিক পরিবর্তনের দ্বারাই আপনি শুষ্ক চুলের সমস্যা থেকে রেহাই পেতে পারেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে যত্ন নেবেন আপনার শুষ্ক চুলের।

প্রথম নিজের চুলের টেক্সচার অনুযায়ী শ্যাম্পু ও কন্ডিশনার বেছে নিন। সালফার ও প্যারাবিন মুক্ত শ্যাম্পুকেই বেছে নেবেন। তার সঙ্গে খুঁজে নিন যাতে রয়েছে ময়েশ্চার। চুলকে ময়েশ্চারাইজিং করবেন এমন শ্যাম্পু ও কন্ডিশনারই ব্যবহার করুন। চুল অতিরিক্ত পরিমাণে শুষ্ক হয়, তাহলে একটু বেশি সময় ধরে কন্ডিশনার চুলে লাগিয়ে রাখুন। এতে চুলের শুষ্কভাব ধীরে ধীরে কেটে যাবে।

আপনি যদি গরম জল দিয়ে চুল ধুয়ে থাকেন তাহলে চুলের ক্ষতি হওয়া অনিবার্য। এতে চুলের প্রাকৃতিক টেক্সচার ও তেল নষ্ট হয়ে যায় এবং চুল রুক্ষ ও শুষ্ক দেখায়। সাধারণত আমরা শীতকালে এই ভুলটাই করে থাকি, তাই তার প্রভাবও আমাদের চুলের ওপর পড়ে। সব সময় ঠান্ডা জল দিয়ে চুল ধোবেন। ঠান্ডা জল চুলের আর্দ্রতা এবং মাথার ত্বকের ছিদ্রগুলিকে বন্ধ করে রাখে, এতে ময়লা এবং বিষাক্ত পদার্থ ভিতরে প্রবেশ করতে পারে না।

নিয়মিত চুলের যত্নে সিরামকে যুক্ত করুন। চুলের জোট ছাড়ানো থেকে শুরু করে চুলের মসৃণতা বজায় রাখতে সহায়ক সিরাম। বাজারে একাধিক সিরাম উপলব্ধ। এছাড়াও আপনি বাড়িতেও সিরাম বানিয়ে পারবেন। প্রতিদিন চুলে শ্যাম্পু করবেন না। এতেও ক্ষতি হয় চুলের। যদি সেরকম প্রয়োজন পড়ে তাহলে চুলে ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

চুলের ওপর বেশি গরম প্রয়োগ করবেন না। আপনি যে কোনও ধরনের যন্ত্রপাতিই ব্যবহার করুন না কেন তাতে কম বেশি ক্ষতি হয় চুলের। হিটিং, স্টেটনিং এই ধরনের বিষয়গুলি আবশ্যক না হলে এড়িয়ে যাওয়াই ভাল। তাছাড়া নিয়মিত চুলে তেল এবং হেয়ার মাস্ক ব্যবহার করুন। মাসে একবার হলেও স্পা করান। এই সব বিষয় গুলি মেনে চলুন এবং চুলকে সুন্দর ও উজ্জ্বল রাখুন।

আরও পড়ুন: DIY Hair Serum: চুলের যত্নে যোগ করুন বাড়িতে তৈরি সেরাম!

আরও পড়ুন: ত্বক ও চুলের সৌন্দর্য্য বজায় রাখতে চান? ব্যবহার করুন কারি পাতা

আরও পড়ুন: চুল পড়া আটকাতে চান? তাহলে চুলকে এই উপায়ে বেঁধে রাখা শুরু করুন…

Next Article