DIY Hair Serum: চুলের যত্নে যোগ করুন বাড়িতে তৈরি সেরাম!

নিয়মিত চুলের যত্নের ক্ষেত্রে সঠিক সেরাম ব্যবহার করা উচিত। সেরাম চুলের ভলিউম, টেক্সচার এবং সাইন বজায় রাখতে সহায়ক। এই সেরাম যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে আরও কাজ দেবে আপনার চুলে। কিন্তু কীভাবে তৈরি করবেন এই চুলের সেরাম!

DIY Hair Serum: চুলের যত্নে যোগ করুন বাড়িতে তৈরি সেরাম!
চুলের সেরাম
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2021 | 7:40 AM

চুলের যত্নের ক্ষেত্রে সেরামের গুরুত্ব অপরিহার্য। নিয়মিত চুলের যত্নের ক্ষেত্রে সঠিক সেরাম ব্যবহার করা উচিত। সেরাম চুলের ভলিউম, টেক্সচার এবং সাইন বজায় রাখতে সহায়ক। এই সেরাম যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে আরও কাজ দেবে আপনার চুলে। কিন্তু কীভাবে তৈরি করবেন এই চুলের সেরাম! আমরা আপনার জন্য নিয়ে এসেছি সেরামের দারুণ রেসিপি।

জোজোবা তেল দিয়ে তৈরি সেরাম- এই সেরাম তৈরি করার জন্য প্রয়োজন অ্যাভোকাডোর তেল, জোজোবা তেল, আর্গা‌ন তেল এবং আমন্ডের তেল। একটি ছোট বাটিতে ৪ চামচ অ্যাভোকাডোর তেল মিশিয়ে নিন। তারপর তেতে ২ চামচ জোজোবা তেল, আর্গা‌ন তেল এবং আমন্ডের তেল মিশিয়ে নিন। ভাল করে এই উপাদান গুলি মিশিয়ে একটি বোতলে সংরক্ষণ করে রাখুন। এই তেল আপনি নিয়মিত সেরাম হিসাবে ব্যবহার করতে পারেন। আপনার রুক্ষ চুলে নতুন প্রাণ এনে দেবে এই তেল।

আঙুরের তেল দিয়ে তৈরি সেরাম- এই সেরাম তৈরি করার জন্য প্রয়োজন আঙুরের তেল, ল্যাভেন্ডার তেল এবং ভিটামিন ই ক্যাপসুল। ৮ চামচ আঙুরের তেলের সঙ্গে ১০ থেকে ১২ ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে নিন। এরপর তাতে ২ থেকে ৩টি ভিটামিন তেল ভাল করে মিশিয়ে নিন। এই তেল আপনি প্রতিদিন সেরাম হিসাবে ব্যবহার করতে পারেন। এই সেরাম আপনার চুলকে আরও মজবুত করবে। ভিজে চুলে এই সেরাম ব্যবহার করতে পারেন।

কফির সেরাম- এই সেরাম তৈরি করার জন্য প্রয়োজন কফি ও মধু। একটি মাটিতে ৪ চামচ কফি পাউডার নিন। তাতে ২ চামচ মধু এবং ৪ চামচ গরম জল মিশিয়ে একটি মসৃণ পেস্ট নিন। ভিজে চুলে এই সেরাম ব্যবহার করতে পারেন। এই সেরাম চুলের ওপর প্রয়োগ করে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন এবং তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। একটি সেরাম আপনার চুলে কোমলতা প্রদান করবে।

অ্যালোভেরা ও হেনার  সেরাম- এই সেরাম তৈরি করার জন্য প্রয়োজন অ্যালোভেরার রস, নারকেল তেল, জোজোবা তেল, ভিটামিন ই তেল, ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল এবং হেনা পাতা। নারকেল তেলের সঙ্গে হালকা করে হেনা পাতা গরম করে নিন। ২০ থেকে ৩০ মিনিট পর যখন নারকেল তেল বাদামী হয়ে যাবে তখন হেনা পাতা গুলি তুলে ফেলে দিন। তেলটি ঠান্ডা‌ হলে তাতে ৩ থেকে ৪ চামচ অ্যালোভেরার রস,, ৩ চামচ জোজোবা তেল, ৪ থেকে ৫ ফোঁটা ভিটামিন ই এবং ল্যাভেন্ডার তেল  মিশিয়ে নিন। এই উপাদান গুলি ভাল করে মিশিয়ে বোতলে সংরক্ষণ করে রাখুন। প্রতিদিন চুল ধোয়ার পর এই সেরাম ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: শুধু চুলের নয়, খুব সহজ উপায়ে উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন শিকাকাই পাউডার!