Beauty and Makeup Tips: অফিস থেকেই পার্টি যেতে হবে? চিন্তা নেই, এই টিপসগুলো মেনে চলুন…
অফিস থেকে পার্টিতে যেতে হলে চেষ্টা করুন এমন পোশাক পরার যা হালকা হয় এবং যার সঙ্গে কম গয়না পরলেই হবে। যেমন মনে করুন একটি ডিজাইনার শাড়ির সঙ্গে ন্যুড মেকআপ আর কানে একটি জাঙ্ক দুলই যথেষ্ট।
অফিস থেকে পার্টি যেতে হবে অথচ অফিস থেকে ছুটি পাওয়ার কোনও অবকাশই নেই? উপায় নেই। তাহলে অফিস করার পরেই যাবেন তাহলে? যেতে যখন হবেই তাহলে নিজেকে তৈরি করে নিতে হবে তো। নয়তো, পার্টির অন্যান্য অনন্য সুন্দরীদের সামনে নিজেকে মানিয়ে নেবেন কীভাবে! চিন্তা নেই। আপনার জন্য থাকছে কিছু উপায়। এগুলি মেনে চললে আপনাকে আর বিশেষ চিন্তা করতে হবে না।
নিজেকে সতেজ রাখুন:
নিজেকে অনেক বেশি সতেজ রাখতে চাইলে ক্যামোমাইল যুক্ত চা পান করতে পারেন। সারাদিন অফিসে থাকাকালীন প্রচুর পরিমাণে জল খান। এতে চেহারার ক্লান্তি দূর হয়। একাধিকবার চা, কফি, ফলের রসও খেতে পারেন। এমন কিছু কঠিন নয়, ক্যামোমাইল ফুলের নির্যাস দিয়ে তৈরি চা অফিসেই তৈরি করে নিতে পারেন। এই চা অনলাইনে কিনতে পাওয়া যায়। এই চা কিন্তু শরীর এবং দেহের যাবতীয় ক্লান্তি সরিয়ে দিতে মারাত্মক সক্ষম।
সাজসজ্জা:
যদি অফিস থেকে সোজা পার্টিতে যেতে হয় তাহলে নির্দিষ্ট পোশাক ব্যাগে করে নিয়ে যান। সঙ্গে দরকারি অ্যাক্সেসরিজ ও মেকআপ রাখুন। অফিস থেকে পার্টিতে যেতে হলে চেষ্টা করুন এমন পোশাক পরার যা হালকা হয় এবং যার সঙ্গে কম গয়না পরলেই হবে। যেমন মনে করুন একটি ডিজাইনার শাড়ির সঙ্গে ন্যুড মেকআপ আর কানে একটি জাঙ্ক দুলই যথেষ্ট। আবার যদি অন্য ড্রেস পরতে চান তাতেও অসুবিধা নেই। এক্ষেত্রেও ম্যাচিং কানের দুল হলেই হয়ে যায়। আবার অফিসের ফর্মাল প্যান্টের সঙ্গে ডিজাইনার টপ বা কুর্তি পরে নেওয়া যায়। তবে চেষ্টা করুণ জুতো এবং হাত ঘড়িটি যেন অত্যন্ত স্টাইলিশ হয়। তাহলে অনেককিছুই মেক আপ হয়ে যায়।
মেকআপ:
যেদিন পার্টিতে যেতে হবে সেদিন অফিসে যাওয়ার সময় মেকআপ না করার চেষ্টা করুন। শুধু হালকা পাফ আর ঠোঁটে হালকা লিপস্টিক ছাড়া অন্য কিছু না লাগানোই ভাল। তাতে পার্টির মেকআপের আগে কম খাটতে হয়। পার্টির মেকআপের আগে খুব ভাল করে মুখ ধুয়ে তারপর ফাউন্ডেশন লাগাবেন। পোশাকের রং গাঢ় হলে চোখের গাঢ় মেকআপ করুন, তবে ঠোঁটের মেকআপ হাল্কা রাখবেন। আর পোশাকের রং হালকা হলে উলটোটা করুন। লিপস্টিক ম্যাট না হলেই বেশি ভাল। ব্যাগে সবসময় টিস্যু রাখতে ভুলবেন না।
চুলের ডিজাইন:
চুল যদি স্ট্রেইট আর সিল্কি হয় তাহলে সেটি খোলা রাখাই সবচেয়ে ভাল। ছোটো চুল যেভাবে খুশি আঁচড়ানো যেতে পারে। অনেকটা বড় চুল হলে স্টাইলিশ খোঁপা করতে পারেন। তবে পার্টিতে যেতে গেলে চুল কালার করা থাকলেই ভাল। তার জন্য যদিও চুলের আলাদা করে যত্ন নিতে হবে। তবে বড় চুল সামলাতে না পারলে বেঁধে নেওয়াই ভাল। নতুন স্টাইল করতে গিয়ে সামলাতে না পারলে পার্টি ভেস্তে যাবে।
আরও পড়ুন: Home Remedy for Pimples: রাতারাতি ব্রণ হঠাতে মাত্র ২টি ঘরোয়া উপাদানই যথেষ্ট!
আরও পড়ুন: Skin Myths: ত্বক পরিচর্চার আগে এই ৬ সাধারণ ভুল ধারণাগুলি ভেঙে ফেলা উচিত!