Castor Oil for Hair: ভুরু ঘন করতে ক্যাস্টর অয়েল লাগাচ্ছেন? চুলে মাখলেও বাড়বে দৈর্ঘ্য
Hair Care Tips: ভুরু ঘন করতে অনেকেই আপনাকে ক্যাস্টর অয়েল ব্যবহারের টিপস দিয়েছেন। কিন্তু কখনও চুলের সমস্যায় ক্যাস্টর অয়েল ব্যবহার করে দেখেছেন? চুলে নিয়মিত ক্যাস্টর অয়েল দিলে পেতে পারেন হাজারো উপকারিতা।
চটজলদি চুলের দৈর্ঘ্য বাড়াতে চান? আপনাকে সাহায্য নিতেই হবে তেলের। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল উদ্ভিজ্জ তেল। এই তেলের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড ও অন্যান্য পুষ্টি স্বাস্থ্যকর চুল গঠনে সাহায্য করে। ভুরু ঘন করতে অনেকেই আপনাকে ক্যাস্টর অয়েল ব্যবহারের টিপস দিয়েছেন। কিন্তু কখনও চুলের সমস্যায় ক্যাস্টর অয়েল ব্যবহার করে দেখেছেন? চুলে নিয়মিত ক্যাস্টর অয়েল দিলে পেতে পারেন হাজারো উপকারিতা।
১) চুল পড়া কমায়- পুষ্টির অভাব, হরমোনের ভারসাম্যহীনতা, প্রদাহ, দূষণ ও জেনেটিক কারণে চুল পড়ে। কারণ যা-ই হোক না কেন, ক্যাস্টর অয়েল আপনার চুল পড়া কমাতে সহায়ক। ক্যাস্টর অয়েলের মধ্যে ricinoleic acid রয়েছে, যা স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করে। এতে চুলের বৃদ্ধি ভাল হয়। এছাড়াও ক্যাস্টর অয়েলে ওমেগা-৬ ও ওমেগা-৯ ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা চুলের ফলিকলকে মজবুত করে। এতে চুল পড়া কমে।
২) স্ক্যাল্পের খেয়াল রাখে- ক্যাস্টর অয়েল স্ক্যাল্পের যত্ন নেয়। খুশকি, স্ক্যাল্পে চুলকানি, স্ক্যাল্পের চিটচিটে ভাব, এগুলো থেকে মুক্তি দেয় ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা স্ক্যাল্পের প্রদাহ কমায় এবং স্ক্যাল্পের বিভিন্ন ধরনের অস্বস্তি বা সমস্যা থেকে মুক্তি দেয়। ক্যাস্টর অয়েল স্ক্যাল্পকে হাইড্রেটেড রাখে, যা জেরে সমস্যাগুলো কমে।
৩) দু’মুখো চুলের সমস্যা দূর করে- চুল যত বেশি রুক্ষ ও শুষ্ক হবে, চুলের সমস্যাও বাড়বে। গোড়া আলগা হয়ে যাবে এবং সহজেই চুল উঠে যাবে। পাশাপাশি চুলের ডগা ভেঙে যাবে এবং দু’মুখো চুলের সমস্যা বাড়বে। এক্ষেত্রে ক্যাস্টর অয়েল দারুণ উপকারী। ক্যাস্টর অয়েল চুলের আর্দ্রতা বজায় রাখে। এতে চুল উঠে যাওয়া বা দু’মুখো চুলের সমস্যা কমে।
যে উপায়ে আপনি চুলে ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন-
স্বাস্থ্যকর চুল পেতে রোজ যে ক্যাস্টর অয়েল ব্যবহার করতে হবে, এমন কোনও নিয়ম নেই। সপ্তাহে একদিন বা দু’দিন ক্যাস্টর অয়েল ব্যবহার করলেই চুলের সমস্যা কমবে। ক্যাস্টর অয়েল একটু ভারী ও ঘন হয়, তাই এটি সরাসরি ব্যবহার করা যায় না। ক্যাস্টর অয়েল নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে চুলে লাগান। রাতে নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলে লাগান। পরদিন সকালে শ্যাম্পু করে নিন। এতে আপনার চুল আরও বেশি মজবুত ও ঘন হবে। চুলে ভলিউম আসবে, চুলের দৈর্ঘ্য বাড়বে এবং চুলের সমস্যা ধীরে-ধীরে কমে যাবে।