Face Washing Mistakes: মুখ ধোয়ার সময় কি এই ভুলগুলো আপনিও করেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ

Face Washing Tips: অনেকেই মুখ পরিষ্কার করতে বা মেকআপ তুলতে ভেজা ওয়াইপস ব্যবহার করেন। কিন্তু জানেন কি এতে সুগন্ধি ও সারফ্যাক্ট্যান্টের মতো উপাদান থাকে, যা ত্বকের ক্ষতি করতে পারে। তাই এগুলি ব্যবহার করবেন না।

| Edited By: | Updated on: Jun 19, 2023 | 12:17 PM
ঝকঝকে  সুন্দর ত্বক পেতে তার যত্ন তো করতেই হবে। কিন্তু এই যত্ন করতে গিয়েও বেশ কিছু সাধারণ ভুল আমরা করে থাকি, যার ফলে হিতে বিপরীত হয়।

ঝকঝকে সুন্দর ত্বক পেতে তার যত্ন তো করতেই হবে। কিন্তু এই যত্ন করতে গিয়েও বেশ কিছু সাধারণ ভুল আমরা করে থাকি, যার ফলে হিতে বিপরীত হয়।

1 / 8
মুখ ধোয়া একটা দৈনিক অভ্যাস। কমবেশি সকলেই রোজ মুখো ধোন। তবে এই মুখ ধোয়ার সময় নিজের অজান্তেই আপনি এমন কিছু ভুল করে বসেন যার জন্য দেখা দেয় বিপদ।

মুখ ধোয়া একটা দৈনিক অভ্যাস। কমবেশি সকলেই রোজ মুখো ধোন। তবে এই মুখ ধোয়ার সময় নিজের অজান্তেই আপনি এমন কিছু ভুল করে বসেন যার জন্য দেখা দেয় বিপদ।

2 / 8
অনেকেই মুখ ধোয়ার জন্য গরম জল ব্যবহার করেন। কিন্তু জানেন কি, গরম জলে মুখ ধোয়া উচিত নয়? কারণ গরম জল ত্বকের তেল শুষে নেয়। ফলে ত্বকে রুক্ষতার সমস্যা দেখা দেয়।

অনেকেই মুখ ধোয়ার জন্য গরম জল ব্যবহার করেন। কিন্তু জানেন কি, গরম জলে মুখ ধোয়া উচিত নয়? কারণ গরম জল ত্বকের তেল শুষে নেয়। ফলে ত্বকে রুক্ষতার সমস্যা দেখা দেয়।

3 / 8
ফেস ওয়াশ দিয়ে মুখ কমবেশি সকলেই ধুয়ে থাকেন। তবে নিজের ত্বকের ধরন অনুযায়ী ফেসওয়াশ বেছে নেওয়া উচিত। যেকোনও ফেস ওয়াশ ব্যবহার করার আগে বিশেষজ্ঞর পরামর্শ নিন।

ফেস ওয়াশ দিয়ে মুখ কমবেশি সকলেই ধুয়ে থাকেন। তবে নিজের ত্বকের ধরন অনুযায়ী ফেসওয়াশ বেছে নেওয়া উচিত। যেকোনও ফেস ওয়াশ ব্যবহার করার আগে বিশেষজ্ঞর পরামর্শ নিন।

4 / 8
মুখ ধোয়ার আগে হাত ধুয়ে নেওয়াটা ভীষণভাবে জরুরি। কারণ হাতে লেগে থাকে জীবানু যা ত্বকের ক্ষতি করে। এর থেকে ত্বকে ব্রণ, সংক্রমণের সমস্যা দেখা দেয়।

মুখ ধোয়ার আগে হাত ধুয়ে নেওয়াটা ভীষণভাবে জরুরি। কারণ হাতে লেগে থাকে জীবানু যা ত্বকের ক্ষতি করে। এর থেকে ত্বকে ব্রণ, সংক্রমণের সমস্যা দেখা দেয়।

5 / 8
অনেকেই মুখ ধোয়ার সময় জোরে-জোরে ঘষেন। এইভাবে  ঘষলে ত্বকের ক্ষতি হয়। তাই মুখ ধোয়ার সময় ঘষবেন না, আলতো হাতে ধুয়ে নিন।

অনেকেই মুখ ধোয়ার সময় জোরে-জোরে ঘষেন। এইভাবে ঘষলে ত্বকের ক্ষতি হয়। তাই মুখ ধোয়ার সময় ঘষবেন না, আলতো হাতে ধুয়ে নিন।

6 / 8
ত্বক এক্সফ্লয়েট করা জরুরি। এতে ত্বকের মৃতকোষ অপসারিত হয়। কিন্তু তা বলে ঘন-ঘন ত্বক এক্সফ্লয়েট করা উচিত নয়।

ত্বক এক্সফ্লয়েট করা জরুরি। এতে ত্বকের মৃতকোষ অপসারিত হয়। কিন্তু তা বলে ঘন-ঘন ত্বক এক্সফ্লয়েট করা উচিত নয়।

7 / 8
অনেকেই মুখ পরিষ্কার করতে বা মেকআপ তুলতে ভেজা ওয়াইপস ব্যবহার করেন। কিন্তু জানেন কি এতে সুগন্ধি ও সারফ্যাক্ট্যান্টের মতো উপাদান থাকে, যা ত্বকের ক্ষতি করতে পারে।  তাই এগুলি ব্যবহার করবেন না।

অনেকেই মুখ পরিষ্কার করতে বা মেকআপ তুলতে ভেজা ওয়াইপস ব্যবহার করেন। কিন্তু জানেন কি এতে সুগন্ধি ও সারফ্যাক্ট্যান্টের মতো উপাদান থাকে, যা ত্বকের ক্ষতি করতে পারে। তাই এগুলি ব্যবহার করবেন না।

8 / 8
Follow Us: