Lipstick Colours Usage: আপনার লিপস্টিকের রঙকে আপনি মেকআপের অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, জেনে নিন কীভাবে…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Nov 08, 2021 | 7:49 AM

জানেন কি, লিপস্টিক কেবলমাত্র ঠোঁটের জন্যই প্রয়োজনীয় নয়, এটি দিয়ে মুখের অন্যান্য মেকআপও আপনি চাইলেই করতে পারেন? দেখে নিন, মেকআপ করার সময় আরও কোন কোন উপায়ে আপনি লিপস্টিক ব্যবহার করতে পারেন।

Lipstick Colours Usage: আপনার লিপস্টিকের রঙকে আপনি মেকআপের অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, জেনে নিন কীভাবে...

Follow Us

বাজারে সবথেকে বেশি ব্যবহৃত একটি বিউটি প্রোডাক্টগুলির মধ্যে লিপস্টিক অন্যতম। ঠোঁটের সৌন্দর্য বাড়াতে এবং ঠোঁটকে আরও আকর্ষণীয় করে তুলতে লিপস্টিকের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। তাছাড়া, যারা সাজতে খুব পছন্দ করেন তাদের কাছে লিপস্টিক খুবই গুরুত্বপূর্ণ একটা বিউটি প্রোডাক্ট। লিপস্টিক ছাড়া সাজ কখনই সম্পূর্ণ হয় না।

আজকের দিনে অনেকরকমের ফিউশন হচ্ছে। হাইলাইটার থেকে শুরু করে লিপ গ্লস, বিভিন্ন মেকআপের সামগ্রীকে তাদের নিজস্ব কাজের বাইরে অন্যান্য কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরকম ব্যবহার লিপস্টিকের ক্ষেত্রেও দেখা যায়। তবে সেক্ষেত্রে আপনার হাইলাইটারের সঙ্গে সামঞ্জস্য রাখা অত্যন্ত জরুরি। নয়তো আখেরে লিপস্টিকের ভুল প্রয়গে আপনার মেকআপ নষ্ট হয়ে যেতে পারে। সেকারণে, অভিজ্ঞ কারও থেকে পরামর্শ করিয়ে নেওয়া সব সময়ই ভাল। কিন্তু জানেন কি, লিপস্টিক কেবলমাত্র ঠোঁটের জন্যই প্রয়োজনীয় নয়, এটি দিয়ে মুখের অন্যান্য মেকআপও আপনি চাইলেই করতে পারেন? দেখে নিন, মেকআপ করার সময় আরও কোন কোন উপায়ে আপনি লিপস্টিক ব্যবহার করতে পারেন।

১) কনসিলার হিসেবে ব্যবহার করতে পারেন। ন্যুড লিপস্টিক চোখের নীচে কালি বা ডার্ক সার্কেল কিংবা চোখের ফোলাভাব লুকানোর জন্য ব্যবহার করা যেতে পারে। এর জন্য লিক্যুইড ন্যুড লিপস্টিক নিয়ে, চোখের নীচে প্রয়োগ করুন হালকা করে। অবশ্যই ভাল করে ব্লেন্ড করবেন।

২) ব্লাশার হিসেবে ব্যবহার করুন। আপনার সংগ্রহে থাকা লিপস্টিকের যেকোনও হালকা শেডের লিপস্টিক ব্লাশ হিসেবে ব্যবহার করা যেতে পারে। এর জন্য গ্লসি পিঙ্ক শাইন বা ম্যাটি কোরাল রঙ বেছে নিতে পারেন। গালে লিপস্টিকটি লাগিয়ে আঙুল দিয়ে ভালভাবে ব্লেন্ড করুন।

৩) কনট্যুর বা ব্রোঞ্জার হিসেবে ব্যবহার করা যেতে পারে। ব্রাউন কালারের লিপস্টিক কনট্যুর বা ব্রোঞ্জার হিসেবে মুখে প্রয়োগ করতে পারেন। কনট্যুর স্টিকের মতো করে ব্যবহার করুন এটি।

৪) আইলাইনার ও আইশ্যাডো হিসেবে রঙিন আইলাইনার হিসেবেও লিপস্টিক ব্যবহার করতে পারেন। সেই একঘেয়েমি কালো রঙের লাইনার থেকে দূরে সরে আসুন এবং এর পরিবর্তে কালারফুল লাইন দিয়ে চোখে সৌন্দর্য আরও বাড়িয়ে তুলুন। আপনার পছন্দের লিপস্টিক শেড বাছুন এবং চোখে লাইনার হিসেবে ব্যবহার করুন। এছাড়াও, ক্রিম বেসড লিপস্টিক কিন্তু বেশ ভাল আইশ্যাডো হিসেবেও কাজ করতে পারে। সঠিক ব্রাশ থাকলে স্মোকি আই মেকআপ করতেও অসুবিধা হবে না।

আরও পড়ুন: Post-Covid Hair Fall: করোনা হওয়ার পর অঝোরে চুল ঝরছে! চুল পড়া রোধ করার সহজ ও ঘরোয়া টিপস দেওয়া রইল…

আরও পড়ুন: Coconut Oil: শীতে আপনার ত্বকের কোমলতা বজায় রাখবে এই একটি মাত্র উপাদান! দেখে নিন কীভাবে ব্যবহার করবেন

আরও পড়ুন: Winter Hair Care: শীতকালে চুল ধোয়ার জন্য কোনটা বেশি উপযুক্ত? গরম জল না কি ঠাণ্ডা জল? সবিস্তারে জেনে নিন…

Next Article