শীতকাল হাজির। সেটা নিশ্চয়ই চামড়ার টান পড়া কিংবা ঠোঁটের চামড়ার ফেটে যাওয়া থেকেই ধরে ফেলেছেন। এই ঠোঁটের চামড়া সুরক্ষিত রাখতে কিংবা ত্বকের সৌন্দর্য বজায় রাখতে হলুদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হলুদের যে কতরকম উপকারিতা আছে তা নতুন করে বলার কিছু নেই। স্বাস্থ্যগত দিক দিয়ে হলুদের অনেকরকম উপকারিতা আছে। কিন্তু, ত্বকের যত্নের ক্ষেত্রেও হলুদ কিন্তু বিশেষ সহায়ক।
হলুদে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বক ভাল রাখে। দাগহীন এবং উজ্জ্বল ত্বকের জন্য মুখে হলুদ প্রয়োগ করতে পারেন। তবে হলুদ শুধু ত্বকের জন্যই নয়, ঠোঁটের জন্যও অত্যন্ত উপকারি। ফাটা ঠোঁট সারাতে হলুদ খুবই কার্যকরী। হলুদ ব্যবহারের ফলে ফাটা ঠোঁট ঠিক হয়, ঠোঁট নরম থাকে এবং ঠোঁটের কালচে সমস্যাও দূর হয়।
তাই ঠোঁটের যত্ন নিতে হলুদের লিপ বাম এবং লিপ স্ক্রাব ব্যবহার করতে পারেন। এবার বাজারে হলুদের লিপ বাম কেনার চেয়ে সহজ উপায়ে বাড়িতেই বানিয়ে নিন…
হলুদ লিপ বাম তৈরির রেসিপি:
লিপ বাম তৈরি করতে এক চামচ গ্লিসারিন, দুই চামচ পেট্রোলিয়াম জেলি, এক চামচ মধু, হলুদ এবং টি ট্রি অয়েল নিন। এবার পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিন, মধু, হলুদ এবং টি ট্রি অয়েল একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। মসৃণ পেস্ট তৈরি হয়ে গেলে ছোটো কৌটোয় ভরে রাখুন। এরপর এই মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। তিন থেকে চার ঘণ্টার মধ্যে আপনার লিপবাম তৈরি হয়ে যাবে। আপনি এই লিপ বাম ১০ দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন।
হলুদ লিপ বামের উপকারিতা:
হলুদ লিপ বাম ব্যবহার করার ফলে ফাটা ঠোঁটের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। মধু ঠোঁটকে হাইড্রেট করে, যার ফলে ঠোঁট নরম থাকে। গ্লিসারিন থাকার কারণে ঠোঁট অনেকক্ষণ নরম থাকে।
হলুদ লিপ স্ক্রাব:
ঠোঁটের যত্ন নেওয়ার জন্য লিপবামের পরিবর্তে লিপ স্ক্রাবও ব্যবহার করা যেতে পারে। হলুদের লিপ স্ক্রাব তৈরি করতে চিনি, নারকেল তেল, হলুদ এবং লেবুর রস নিন। এই সবকটি উপকরণ একসঙ্গে ভাল ভাবে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটি ঠোঁটে লাগান। সপ্তাহে দু’বার ঠোঁটে স্ক্রাব করতে পারেন। এতে ফাটা ঠোঁট ঠিক হয়ে যায় এবং ঠোঁটের কালচে ভাবও কমে যাবে।
হলুদ স্ক্রাবের উপকারিতা:
এই স্ক্রাব মূলত হলুদ এবং লেবু ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে যা ঠোঁটের কালচে ভাব কমায়। চিনি ত্বককে এক্সফোলিয়েট করে যার ফলে ঠোঁট নরম হয়। লেবুতে যেহেতু অ্যাসিড থাকে তাই এটি ব্যবহারের ফলে জ্বালা হতে পারে। যদি জ্বালা বা পোড়া দেখা দেয় সেক্ষেত্রে লেবু ব্যবহার না করাই ভাল।
আরও পড়ুন: Winter Skincare: শীতের মরসুমে শুষ্ক ত্বকের পরিচর্চায় যেগুলি একেবারেই করবেন না, তা জেনে রাখা দরকার
আরও পড়ুন: রান্নাঘরে থাকা জায়ফল দিয়ে তৈরি করুন হেয়ার মাস্ক! পার্থক্য নিজেই বুঝতে পারবেন