প্যাচপ্যাচে গরমেও মেকআপ থাকবে অক্ষত! রইল কিছু টিপস
গরম, প্যাচপ্যাচে আবহাওয়ায় মেকআপ সামলানো বেশ কঠিন। গরমে ও ঘামের জেরে মেকআপের দফারফা তো বটেই ত্বকেরও ক্ষতি হয় বৈকি।
রোজকার জীবনে সব মহিলাই অল্প-বিস্তর মেকআপ করেই থাকেন। কিন্তু গরমে ও ঘামেও যাতে মেকআপ গলে না যায়, তার সিক্রেট উপায়গুলি জেনে নিন…
প্রথমেই বলা ভাল, যে কোনও ঋতুতে ত্বক ও মুখ ভাল করে পরিস্কার করা প্রয়োজন। বাইরের ধুলো-দূষণ যাতে না প্রভাব ফেলে তার জন্য মুখ ভাল করে ধুয়ে নেওয়া উচিত। এছাড়া দীর্ঘক্ষণ ধরে মেকআপ ধরে রাখতেও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। ত্বক থেকে অতিরিক্ত তেল বেরিয়ে গেলে হালকা ময়শ্টারাইজার বা লোশন দিয়ে মাসাজ করতে পারেন। যতক্ষণ না লোশন বা ময়শ্চারাইজার মুখের মধ্যে বিলীন হচ্ছে, ততক্ষণ মাসাজ করুন। এরপর ওয়াটারপ্রুফ প্রাইমার ব্যবহার করুন। গ্রীষ্মকালে প্রাইমার ব্যবহার না করলে মেকআপ গলতে বাধ্য। অন্যদিকে ফাউন্ডেশনকে দীর্ঘস্থায়ী করতে গেলেও এই প্রাইমার অনেকটা সাহায্য করে। মেকআপ নিয়মই হল, প্রাইমার- ফাইন্ডেশন-কমপ্যাক্ট। তাই প্রাইমারের পর অবশ্যই ফাইন্ডেশন ব্যবহার করা জরুরি। ব্রাশে করে ফাউন্ডাশেন মুখের মধ্যে ভাল করে ব্লেন্ড করুন। তাতে মেকআপ দীর্ঘস্থায়ী হবে। কমপ্যাক্টও ব্যবহার করুন সাবধানে। খুব ভাল হয়., ওয়েল-ফ্রি ফাউন্ডেশন ব্যবহার করলে। কনসিলার, ব্লাশও ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: ক্ষতিগ্রস্ত ত্বককে পুনর্জীবিত করতে ভরসা রাখুন আয়ুর্বেদে!
চোখের মেকআপের দিকেও নজর দিন। বর্তমানে অধিকাংশ মহিলাদের ব্যাগের মধ্যে ওয়াটারপ্রুফ আইলাইনার, আইশ্যাডো ও কাজল থাকেই। তবে গরমে বেশ চোখের মেকআপ না করাই ভাল। দীর্ঘস্থায়ী হবে এমন আইলাইনার ও কাজল ব্যবহার করলে মুখের মধ্যে লাবণ্য ফিরে আসে। ঠোঁটে দিন ন্যুড ক্রিমি লিপস্টিক। পোশাক ও লুকের সঙ্গে গ্লসি সেডের লিপস্টিকও ব্যবহার করতে পারেন। তবে উজ্জ্বল বা গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার না করাই ভাল।
গরমের দিনগুলিতে মেকআপ যাতে নষ্ট না হয়, তার জন্য বারে বারে ওয়াশরুমের দিকে ছুটতে হবে না। ব্যাগে রাখুন ব্লটিং পেপার। যা মাঝে মাঝে মুখের মধ্যে ব্যবহার করলে খুব দ্রুত ঘাম মুখে ফেলা যাবে। অন্যদিকে মেকআপও নষ্ট হবে না। প্যাচপ্যাচে গরমের মধ্যেও ফ্রেস মেকআপে কুল থাকবেন আপনি।