Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalo Jeera: শীতের দিনে লাগবে না ঠাণ্ডা, স্পেশ্যাল এই ফেসপ্যাক মুখের দাগ তুলতে দারুণ কাজ করে

Kallonji For skin care: ৭ মিনিটেই মুখ ঝকঝক করবে। ত্বকের যে কোনও দাগও দূর হবে। এক্ষেত্রে খুব ভাল কাজ করে কালোজিরে। সকলের বাড়ির রান্নাঘরে তো থাকেই। কালোজিরেতে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে

| Edited By: | Updated on: Dec 01, 2023 | 8:45 AM
শীতকালে রুক্ষ্ম শুষ্ক আবহাওয়াতে ত্বকের অনেক রকম ক্ষতি হয়। ত্বক শুকনো হয়ে যায়, চামড়া টেনে যায় প্রাকৃতিক আর্দ্রতা হারিয়ে যায়। একই সঙ্গে ত্বক বুড়িয়ে যায়

শীতকালে রুক্ষ্ম শুষ্ক আবহাওয়াতে ত্বকের অনেক রকম ক্ষতি হয়। ত্বক শুকনো হয়ে যায়, চামড়া টেনে যায় প্রাকৃতিক আর্দ্রতা হারিয়ে যায়। একই সঙ্গে ত্বক বুড়িয়ে যায়

1 / 8
সেই সঙ্গে শীতে দূষণের প্রভাব তো আছেই। শীতকালে রোদ, দূষণে ত্বকেরও অনেক রকম ক্ষতির সম্ভাবনা থেকে যায়। আবার শীতের দিনে বেশি ঠান্ডা জল, বরফ জলে মুখ ধোওয়া যায় না

সেই সঙ্গে শীতে দূষণের প্রভাব তো আছেই। শীতকালে রোদ, দূষণে ত্বকেরও অনেক রকম ক্ষতির সম্ভাবনা থেকে যায়। আবার শীতের দিনে বেশি ঠান্ডা জল, বরফ জলে মুখ ধোওয়া যায় না

2 / 8
এমনকা বেশিক্ষণ কোনও প্যাক মুখে লাগিয়েও রাখা যায় না। এখান থেকে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তাই রইল দারুণ একটি ফেসপ্যাকের হদিশ। এই প্যাক লাগালে ঠান্ডা লাগবে না

এমনকা বেশিক্ষণ কোনও প্যাক মুখে লাগিয়েও রাখা যায় না। এখান থেকে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তাই রইল দারুণ একটি ফেসপ্যাকের হদিশ। এই প্যাক লাগালে ঠান্ডা লাগবে না

3 / 8
৭ মিনিটেই মুখ ঝকঝক করবে। ত্বকের যে কোনও দাগও দূর হবে। এক্ষেত্রে খুব ভাল কাজ করে কালোজিরে। সকলের বাড়ির রান্নাঘরে তো থাকেই। কালোজিরেতে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।

৭ মিনিটেই মুখ ঝকঝক করবে। ত্বকের যে কোনও দাগও দূর হবে। এক্ষেত্রে খুব ভাল কাজ করে কালোজিরে। সকলের বাড়ির রান্নাঘরে তো থাকেই। কালোজিরেতে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।

4 / 8
দু চামচ কালোজিরে আর দু চামচ আতচ চাল একসঙ্গে মিশিয়ে বেটে নিতে হবে। শুকনো বাটবেন। ব্রণ সারাতেও খুব ভাল কাজ করে এই প্যাক। এই পাউডার নিয়ে হাফ চামচ গ্লিসারিন আর জল মিশিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিট রাখুন

দু চামচ কালোজিরে আর দু চামচ আতচ চাল একসঙ্গে মিশিয়ে বেটে নিতে হবে। শুকনো বাটবেন। ব্রণ সারাতেও খুব ভাল কাজ করে এই প্যাক। এই পাউডার নিয়ে হাফ চামচ গ্লিসারিন আর জল মিশিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিট রাখুন

5 / 8
ঢাকা দিয়ে রাখার পর এতে ১ চামচ টকদই আর একটু মধু মিশিয়ে নিন। এই প্যাক জলের পরিবর্তে দুধ দিয়েও গুলে নিতে পারেন। মেচেতার দাগ দূর করতে এই প্যাক খুব ভাল সাহায্য করে

ঢাকা দিয়ে রাখার পর এতে ১ চামচ টকদই আর একটু মধু মিশিয়ে নিন। এই প্যাক জলের পরিবর্তে দুধ দিয়েও গুলে নিতে পারেন। মেচেতার দাগ দূর করতে এই প্যাক খুব ভাল সাহায্য করে

6 / 8
সপ্তাহে দু দিন এই প্যাক মুখে ভাল করে লাগিয়ে নিতে হবে। অন্তত ১০ মিনিট লাগিয়ে রাখবেন। এরপর ভিজে কাপড় দিয়ে মুখ মুছে নিতে হবে। এতে মুখের সব রকম দাগ ছোপ উঠে যাবে সপ্তাহে দু দিন লাগাতে পারেন

সপ্তাহে দু দিন এই প্যাক মুখে ভাল করে লাগিয়ে নিতে হবে। অন্তত ১০ মিনিট লাগিয়ে রাখবেন। এরপর ভিজে কাপড় দিয়ে মুখ মুছে নিতে হবে। এতে মুখের সব রকম দাগ ছোপ উঠে যাবে সপ্তাহে দু দিন লাগাতে পারেন

7 / 8
মুখ ধুয়ে মুছে এই কাজটি করুন। একটি বাটিতে কালোজিরে আর এক চামচ নারকেল তেল ভাল করে গরম করে নিন। এবার তা মুখে ভাল করে ম্যাসাজ করতে হবে। এর মধ্যে যে অ্যান্টি অজিং গুণ থাকে তাতেই চামড়া অনেক বেশি টানটান থাকে।

মুখ ধুয়ে মুছে এই কাজটি করুন। একটি বাটিতে কালোজিরে আর এক চামচ নারকেল তেল ভাল করে গরম করে নিন। এবার তা মুখে ভাল করে ম্যাসাজ করতে হবে। এর মধ্যে যে অ্যান্টি অজিং গুণ থাকে তাতেই চামড়া অনেক বেশি টানটান থাকে।

8 / 8
Follow Us: