বয়স ৪০-এর কোঠায় তো কী হয়েছে, এই ক্রিম মাখলে ২০-এর মতোই চকচক করবে মুখ
Anti-aging Tips: অ্যান্টি-এজিং স্কিন কেয়ারের অর্থ এই নয় যে, আপনাকে প্রতি মাসে পার্লারে গিয়ে ফেসিয়াল করাতে হবে। কিংবা বোটক্স করিয়ে নেবেন। আপনাকে রোজের রূপচর্চা ছোট্ট বদল আনতে হবে। ক্লিনজার, টোনার সবই ব্যবহার করবেন। শুধু অ্যান্টি-এজিং ক্রিম এবং অ্যান্টি-এজিং সিরাম বেছে নিন।
বার্ধক্য কারওই পছন্দ নয়। তাও যদি সময়ের আগে আসে, আরও বিরক্তিকর। কিন্তু বয়স আটকাবে কার সাধ্যি রয়েছে? কিন্তু ত্বকে অকাল বার্ধক্য রুখে দিতে পারেন। বয়স বাড়লে মুখেই তার ছাপ পড়ে। চোখের কোণে, ঠোঁটের চারপাশের চামড়া কুঁচকে যায়। গালের চামড়া ঝুলে যেতে থাকে। এগুলো যেমন ত্বকের সৌন্দর্য কেড়ে নেয়, তেমনই আপনার আত্মবিশ্বাসও কমিয়ে দেয়। তাই ৩০-এর কোঠা পেরোলেই অ্যান্টি-এজিং স্কিন কেয়ারের উপর জোর দেওয়া উচির।
অ্যান্টি-এজিং স্কিন কেয়ারের অর্থ এই নয় যে, আপনাকে প্রতি মাসে পার্লারে গিয়ে ফেসিয়াল করাতে হবে। কিংবা বোটক্স করিয়ে নেবেন। আপনাকে রোজের রূপচর্চা ছোট্ট বদল আনতে হবে। ক্লিনজার, টোনার সবই ব্যবহার করবেন। শুধু অ্যান্টি-এজিং ক্রিম এবং অ্যান্টি-এজিং সিরাম বেছে নিন। আর এই দুই প্রসাধনী যদি বাড়িতে বানিয়ে নেন, আরও বেশি উপকার মিলবে। বাজারচলতি ময়েশ্চারাইজার ও সিরামের চেয়ে অনেক বেশি কার্যকর হবে হোমমেড প্রসাধনী।
অ্যান্টি-এজিং সিরাম:
অনলাইনে অর্ডার করে দিন রোজহিপ অয়েল, অর্গান অয়েল, জোজোবা অয়েল, ভিটামিন ই অয়েল আর ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। ১ টেবিল চামচ করে রোজহিপ অয়েল, অর্গান অয়েল, জোজোবা অয়েল নিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। এতে ৫ ফোঁটা করে ভিটামিন ই অয়েল আর ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মেশান। তৈরি অ্যান্টি-এজিং সিরাম। এই সিরাম কাচের শিশিতে ভরে রাখুন। রোদের সংস্পর্শে, স্যাঁতস্যাঁত জায়গায় এটি রাখবেন না। কোনও শুষ্ক ও অন্ধকার জায়গায় সংরক্ষণ করুন হোমমেড অ্যান্টি-এজিং সিরাম।
অ্যান্টি-এজিং ময়েশ্চারাইজার:
হেঁশেলে যদি কলা থাকে, সেটা দিয়েই তৈরি হয়ে যাবে অ্যান্টি-এজিং ক্রিম। একটা পাকা কলা চটকে মেখে নিন। ২ টেবিল চামচ পাকা কলার সঙ্গে ১ টেবিল তিলের বীজের তেল, ১/২ চা চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ আমন্ডের দুধ, ১ চা চামচ আমন্ডের পেস্ট, ১/২ চা চামচ ঘি মিশিয়ে নিন। আমন্ডের তেলও মিশিয়ে নিতে পারেন। তৈরি অ্যান্টি-এজিং ক্রিম।
কীভাবে অ্যান্টি-এজিং সিরাম ও ক্রিম ব্যবহার করবেন-
রাতে ঘুমোতে যাওয়ার আগে হালকা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এরপর টোনার লাগিয়ে নিন। তারপর ২-৩ ফোঁটা হোমমেড অ্যান্টি-এজিং সিরাম নিন এবং মুখে ভাল করে মালিশ করুন। ত্বক তেল সম্পূর্ণরূপে শুষে নেওয়া পর্যন্ত মালিশ করুন। এবার হোমমেড অ্যান্টি-এজিং ক্রিম নিয়ে ত্বকের উপর লাগান। ভাল করে মালিশ করুন। তারপর ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে পাবেন টানটান ত্বক।