Oil for skin care: ত্বক ভাল রাখতে তেলের ভূমিকা থাকলেও যে সব ভুল তথ্য আপনি এতদিন জেনে এসেছেন

Myths and fact: উপকারী ফ্যাটি অ্যাসিড থেকে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন এবং মিনারেলের উৎস এই তেল। আর এত গুণ রয়েছে বলেই তো এতকাল পরেও সৌন্দর্যের জগতে তেলের জনপ্রিয়তা একইরকম রয়েছে

| Edited By: | Updated on: Dec 24, 2023 | 9:15 AM
রূপচর্চায় তেলের ভূমিকা অনেক। প্রাচীন কালে এই তেল দিয়ে যেমন রূপচর্চার কাজ মেটানো হত তেমনই চিকিৎসায়ও ব্যবহার করা হয় এই তেল। ঘন কালো চুল থেকে লাবণ্যময় ত্বক—নিয়মিত তেলের আদর পেলে ত্বক আর চুলের দশা ফিরতে বাধ্য

রূপচর্চায় তেলের ভূমিকা অনেক। প্রাচীন কালে এই তেল দিয়ে যেমন রূপচর্চার কাজ মেটানো হত তেমনই চিকিৎসায়ও ব্যবহার করা হয় এই তেল। ঘন কালো চুল থেকে লাবণ্যময় ত্বক—নিয়মিত তেলের আদর পেলে ত্বক আর চুলের দশা ফিরতে বাধ্য

1 / 8
উপকারী ফ্যাটি অ্যাসিড থেকে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন এবং মিনারেলের উৎস এই তেল। আর এত গুণ রয়েছে বলেই তো এতকাল পরেও সৌন্দর্যের জগতে তেলের জনপ্রিয়তা একইরকম রয়েছে

উপকারী ফ্যাটি অ্যাসিড থেকে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন এবং মিনারেলের উৎস এই তেল। আর এত গুণ রয়েছে বলেই তো এতকাল পরেও সৌন্দর্যের জগতে তেলের জনপ্রিয়তা একইরকম রয়েছে

2 / 8
তবে এমন অনেকেই আছেন যাঁরা তেল একেবারেই পছন্দ করেন না। শীতের দিনে ত্বক শুষ্ক থাকে বলে কোনও রকমে তেল মাখেন। বছরের অন্য সময় তেল ছুঁয়েও দেখেন না। প্রতি তেলেরই নিজস্ব কিছু গুণ রয়েছে আর ত্বক-চুল ভাল রাখতে তেলের বিশেষ ভূমিকাও আছে

তবে এমন অনেকেই আছেন যাঁরা তেল একেবারেই পছন্দ করেন না। শীতের দিনে ত্বক শুষ্ক থাকে বলে কোনও রকমে তেল মাখেন। বছরের অন্য সময় তেল ছুঁয়েও দেখেন না। প্রতি তেলেরই নিজস্ব কিছু গুণ রয়েছে আর ত্বক-চুল ভাল রাখতে তেলের বিশেষ ভূমিকাও আছে

3 / 8
বাজারে এখন অনেক রকম তেল পাওয়া যায়। তবে প্রয়োজন বুঝে তেল কিনুন। আপনার ত্বকের জন্য যেমন তেলের প্রয়োজন সেই মত তেল বাছতে হবে। বাজারে এখন অনেক রকম এসেন্সিয়ল অয়েল পাওয়া যায়। তাই কেনার আগে সেই সম্বন্ধেও খোঁজ খবর নিয়ে নিন

বাজারে এখন অনেক রকম তেল পাওয়া যায়। তবে প্রয়োজন বুঝে তেল কিনুন। আপনার ত্বকের জন্য যেমন তেলের প্রয়োজন সেই মত তেল বাছতে হবে। বাজারে এখন অনেক রকম এসেন্সিয়ল অয়েল পাওয়া যায়। তাই কেনার আগে সেই সম্বন্ধেও খোঁজ খবর নিয়ে নিন

4 / 8
ফেসওয়াশ থেকে শুরু করে কাজল, মাস্কারা, নেল রিমুভার এই সব কিছুর মধ্যে থাকে তেল। আজকাল মেকআপ তুলতে অনেকেই মেকআপ রিমুভার ব্যবহার করেন। এই রিমুভারের মধ্যেও তেল থাকে। তবে তেল ব্যবহার করলেই ত্বকের আর্দ্রতা বজায় থাকবে এই ধারণাও ঠিক নয়

ফেসওয়াশ থেকে শুরু করে কাজল, মাস্কারা, নেল রিমুভার এই সব কিছুর মধ্যে থাকে তেল। আজকাল মেকআপ তুলতে অনেকেই মেকআপ রিমুভার ব্যবহার করেন। এই রিমুভারের মধ্যেও তেল থাকে। তবে তেল ব্যবহার করলেই ত্বকের আর্দ্রতা বজায় থাকবে এই ধারণাও ঠিক নয়

5 / 8
তেল ত্বককে নরম রাখে। তবে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ময়েশ্চারাইজারের কোনও বিকল্প নেই। নিয়ম করে ময়েশ্চারাইজার লাগালে ত্বক নরম থাকবে, আর্দ্রতাও বজায় থাকবে।

তেল ত্বককে নরম রাখে। তবে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ময়েশ্চারাইজারের কোনও বিকল্প নেই। নিয়ম করে ময়েশ্চারাইজার লাগালে ত্বক নরম থাকবে, আর্দ্রতাও বজায় থাকবে।

6 / 8
তেল এমন এক উপাদান, যা ত্বকের উপরে এক আস্তরণ তৈরি করে, যা ত্বকের ভিতরে থাকা আর্দ্রতাকে লক করে দেয়। ত্বকে তেল ব্যবহার করার পর যদি অন্য কোনও প্রডাক্ট ব্যবহার করেন, তা সহজে এই আস্তরণ ভেদ করে ত্বকে পৌঁছতে পারে না। ফলে ত্বকে কোনও পুষ্টিও পৌঁছয় না। তাই রূপচর্চায় তেল ব্যবহার করলে সবসময় তা একদম শেষ ধাপে করুন

তেল এমন এক উপাদান, যা ত্বকের উপরে এক আস্তরণ তৈরি করে, যা ত্বকের ভিতরে থাকা আর্দ্রতাকে লক করে দেয়। ত্বকে তেল ব্যবহার করার পর যদি অন্য কোনও প্রডাক্ট ব্যবহার করেন, তা সহজে এই আস্তরণ ভেদ করে ত্বকে পৌঁছতে পারে না। ফলে ত্বকে কোনও পুষ্টিও পৌঁছয় না। তাই রূপচর্চায় তেল ব্যবহার করলে সবসময় তা একদম শেষ ধাপে করুন

7 / 8
চুলে যত বেশি তেল ব্যবহার করা হবে ততই ভাল, এমনটাই বলে আসছেন দিদা ঠাকুমারা। এদিকে যাঁরা হেয়ার স্টাইলিস্ট তাঁরা অন্য কথা বলেন। সবার চুলের ধরণ একই নয়। চুলের ধরণ অনুসারে তেলের প্রয়োজনীয়তা থাকে। অতিরিক্ত তেল স্ক্যাল্পে বিল্ড-আপ সৃষ্টি করে। এতে উপকার তো হয়ই না, উলটে প্রয়োজনীয় পু্ষ্টিটুকুও চুলে পৌঁছয় না

চুলে যত বেশি তেল ব্যবহার করা হবে ততই ভাল, এমনটাই বলে আসছেন দিদা ঠাকুমারা। এদিকে যাঁরা হেয়ার স্টাইলিস্ট তাঁরা অন্য কথা বলেন। সবার চুলের ধরণ একই নয়। চুলের ধরণ অনুসারে তেলের প্রয়োজনীয়তা থাকে। অতিরিক্ত তেল স্ক্যাল্পে বিল্ড-আপ সৃষ্টি করে। এতে উপকার তো হয়ই না, উলটে প্রয়োজনীয় পু্ষ্টিটুকুও চুলে পৌঁছয় না

8 / 8
Follow Us: