মুখের সৌন্দর্য বাড়িয়ে তুলতে, চোখের একটা বিশেষ ভূমিকা আছে। চোখ সুন্দর করে তুলতে মহিলারা লাইনার, কাজল, মাস্কারা এরকম নানান ধরনের জিনিসের ব্যবহার করেন। মাস্কারা ব্যবহারের ফলে চোখের পাতা বেশ ঘন আর কালো দেখায়। ফলে চোখের সৌন্দর্য অনেকটা বেড়ে যায়। কিন্তু বাজারে যেসব কেমিক্যাল-যুক্ত মাস্কারা পাওয়া যায়, সেগুলো অতিরিক্ত ব্যবহারের ফলে চোখ ও চোখের পাতার ক্ষতি হতে পারে।
তাই চোখকে এই ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে বাড়িতে তৈরি মাস্কারা ব্যবহার করতে পারেন। হার্বাল মাস্কারা কোনওভাবেই আপনার চোখের ক্ষতি করবে না। তাহলে জেনে নিন, কীভাবে বাড়িতে হার্বাল মাস্কারা তৈরি করতে পারবেন…
উপকরণ:
পদ্ধতি:
হার্বাল মাস্কারা প্রয়োগ করার সঠিক পদ্ধতি:
মাস্কারা তো আমরা সকলেই ব্যবহার করি, কিন্তু সঠিক পদ্ধতিতে মাস্কারা প্রয়োগ করতে আমরা অনেকেই জানি না। আর ঠিক সেই কারণেই মাস্কারা স্প্রেড করে যায়। মাস্কারা লাগানোর আগে চোখ ভাল করে পরিষ্কার করুন এবং হালকা ময়েশ্চারাইজার লাগান। এর পর আইশ্যাডো লাগান। আইশ্যাডো লাগানোর পর লাইনার লাগান। তারপরে, চোখের পাতা আইল্যাশ কার্লার দিয়ে কার্ল করুন। এবার আলতো করে মাস্কারার ব্রাশ নিয়ে চোখের পাতায় লাগান। এতে আপনার চোখের পাতা ঘন দেখাবে। চোখের নীচের পাতায় মাস্কারা লাগানোর জন্য ছোট ব্রাশ ব্যবহার করুন। চোখের পাতা একটু বেশি ঘন করতে চাইলে, মাস্কারার দুটো কোট প্রয়োগ করুন। এটিকে শুকোতে সময় দিন।
সঠিক পদ্ধতিতে মাস্কারা ব্যবহার করলে আপনার চোখের পাতা ঘন আর কালো দেখাবে। আর ঘরোয়া উপায়ে তৈরি এই হার্বাল মাস্কারা প্রয়োগ করলে চোখের পাতারও কোনওরকম ক্ষতি হবে না। বাজারের মাস্কারাতে অত্যধিক কেমিক্যাল থাকার কারণে তা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক হতে পারে। তাই, কোনওরকম ঝুঁকি না নিয়ে এই সহজ পদ্ধতিতে মাস্কারা ব্যবহার করুন।
আরও পড়ুন: Post-Covid Hair Fall: করোনা হওয়ার পর অঝোরে চুল ঝরছে! চুল পড়া রোধ করার সহজ ও ঘরোয়া টিপস দেওয়া রইল…
আরও পড়ুন: Coconut Oil: শীতে আপনার ত্বকের কোমলতা বজায় রাখবে এই একটি মাত্র উপাদান! দেখে নিন কীভাবে ব্যবহার করবেন