মসৃণ, সুন্দর, জেল্লাদার ত্বক পেতে কে না চান। ব্যস্ত শিডিউল থেকে সময় বার করে স্কিনের যত্নের প্রয়োজন। আর তার জন্য কিন্তু ওপর-ওপর যত্নই যথেষ্ট নয়। ভিতর থেকেই স্কিনের কেয়ার প্রয়োজন। কারণ স্কিন তো আমাদের শরীরের একটা বর্মের মতো কাজ করে। তাই স্কিনকেই সমস্ত ধোঁয়া-ধুলো-দূষণ-ক্ষত সবটাই সহ্য করতে হয়। আর স্কিনের ভিতর থেকে যত্নের জন্য নিয়মিত স্কিন ডিটক্স করতে হবে।
সহজেই ঘরে বসেও আপনি স্কিন ডিটক্স করতে পারবেন। আমাদের শরীরকে যে ভাবে আমরা ডিটক্স করি, ঠিক সে ভাবেই স্কিনকেও ডিটক্স করা দরকার। এতে স্কিনের সমস্ত দূষিত পদার্থ বেরিয়ে যায়। আর এতে স্কিন থাকে সতেজ, সুন্দর আর জেল্লাদার। তার জন্য তো প্রচুর পরিমাণে জল খেতে হবে, আর ডায়েটে শাক-সবজির পরিমাণও বাড়াতে হবে। খেতে হবে ফলও। তা ছাড়া নানা রকম স্মুদিও চলতে পারে।
গ্রেপ ডিটক্স মাস্ক:
চার-পাঁচটা আঙুর নিয়ে রস বার করে নিন। এ বার তার মধ্যে অল্প ময়দা যোগ করে একটা পেস্ট বানিয়ে ফেলুন। এর পর মুখে মেখে কিছুক্ষণ রাখার পরে ধুয়ে ফেলুন। এটা স্কিনকে ডিটক্স করার জন্য দারুণ একটা মাস্ক।
চকোলেট ও কফির ডিটক্স মাস্ক:
১ চা-চামচ কফি গুঁড়ো, ১ চা-চামচ কোকো পাউডার নিন। তার মধ্যে দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। তার পর মুখে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট রেখে তুলে ফেলুন। এতে স্কিনের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
স্ট্রবেরি ডিটক্স মাস্ক:
স্ট্রবেরি মাস্ক আপনার স্কিনকে পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আপনার ক্লান্ত মুখকে নিমেষে সুন্দর করে তোলে। এর জন্য কয়েকটা স্ট্রবেরি নিয়ে চটকে মেখে নিন। এ বার ১ চা-চামচ দই, ১ চা-চামচ মধু আর ২ চা-চামচ লেবুর রস মিশিয়ে নিন। এ বার মুখে ওই পেস্ট লাগিয়ে রাখুন। তার কিছু ক্ষণ পরে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।
টমেটো ও মধুর ডিটক্স মাস্ক:
যাঁরা নিয়মিত ব্রণ, ব্ল্যাকহেডস ও স্কিনের অন্যান্য সমস্যায় ভোগেন, তাঁদের জন্য এই ডিটক্স মাস্কটা দারুণ। ২ চা-চামচ টমেটোর রসের সঙ্গে ১ চা-চামচ মধু মিশিয়ে নিন। এ বার মুখে লাগিয়ে ২৫ মিনিট মতো অপেক্ষা করুন। তার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটা আপনার স্কিনকে আরাম দেওয়ার পাশাপাশি আপনার স্কিনের সমস্যা দূর করবে।
আরও পড়ুন: Post-Covid Hair Fall: করোনা হওয়ার পর অঝোরে চুল ঝরছে! চুল পড়া রোধ করার সহজ ও ঘরোয়া টিপস দেওয়া রইল…
আরও পড়ুন: Coconut Oil: শীতে আপনার ত্বকের কোমলতা বজায় রাখবে এই একটি মাত্র উপাদান! দেখে নিন কীভাবে ব্যবহার করবেন