Makeup Remove: ধৈর্য্য ধরে ধীরে-ধীরে মুখ থেকে মেকআপ তোলেন? এই ৩ ধাপ না-মানলেই বিপদ
Skin Care Tips: মেকআপ রিমুভার, ফেসওয়াশের পরও রোমকূপে মেকআপ জমে থাকে। এগুলোই পরদিন আপনার মুখে ব্রেকআউটের কারণ হয়ে দাঁড়ায়। তাই সঠিক উপায়ে মেকআপ তোলা খুব জরুরি। মেকআপ তুলে মুখ পরিষ্কার করার জন্য আপনাকে অন্তত ১৫ মিনিট সময় দিতে হবে।
কোন অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে আমরা অনেক ধৈর্য্যের সঙ্গে মেকআপ করি। আইলাইনার যাতে মোটা না হয়ে যায়, গালে যেন খুব বেশি ব্লাশ না পড়ে না এসব নিয়ে খুব খুঁতখুঁত করতে থাকি। এমনকী বেশিরভাগ মহিলা ম্যাট ফিনিশ এবং ওয়াটার প্রুফ লিপস্টিক বেছে নেন, যাতে খাবার খেলেও ঠোঁটের সৌন্দর্য যেন নষ্ট না হয়ে যায়। গরমের মরশুমে বেশিরভাগ মহিলারাই ওয়াটার প্রুফ করতে পছন্দ করেন। যাতে রোদে, গরমে ঘেমে কিংবা বৃষ্টির জলে ধুয়ে না যায়। যে ধৈর্য্যের সঙ্গে মেকআপ করেন, বাড়ি ফিরে সেই একই সময় দেন কি মেকআপ তোলার ক্ষেত্রে? অনেকেই হয়তো উত্তর দেবেন যে, ফেসওয়াশ করেন। কিন্তু ফেসওয়াশ করা কিংবা ওয়েট টিস্যু দিয়ে মেকআপ মুছে নেওয়াই যথেষ্ট নয়। এমনকী মেকআপ রিমুভার ব্যবহার করলেই যে আপনার সমস্ত মেকআপ পরিষ্কার হয়ে যাবে, এমনটাও নয়। মেকআপ তুলে মুখ পরিষ্কার করার জন্য আপনাকে অন্তত ১৫ মিনিট সময় দিতে হবে।
সঠিক উপায়ে মুখ থেকে মেকআপ না তুললেই ত্বকের সমস্যা বাড়তে থাকে। অনেকেই মেকআপ করার পর ব্রণ, ফুসকুড়ি, র্যাশের সমস্যায় ভোগেন। এটা সঠিকভাবে মেকআপ না তোলার জন্যই ঘটে থাকে। মেকআপ রিমুভার, ফেসওয়াশের পরও রোমকূপে মেকআপ জমে থাকে। এগুলোই পরদিন আপনার মুখে ব্রেকআউটের কারণ হয়ে দাঁড়ায়। তাই সঠিক উপায়ে মেকআপ তোলা খুব জরুরি। আর এর জন্য কী করবেন, রইল টিপস।
১) মেকআপ তুলতে আপনি মেকআপ রিমুভার হিসেবে ক্লিনজিং বাম, ক্লিনজিং মিল্ক বা মিসেলার ওয়াটার ব্যবহার করতে পারেন। আর যদি বাজারচলতি মেকআপ রিমুভার না থাকে, তাহলে নারকেল তেল ব্যবহার করুন। ক্লিনজিং বাম ও নারকেল তেলের ক্ষেত্রে এগুলো প্রথমে মুখে ভাল করে মেখে নিন। তখন দেখবেন, হাতে মেকআপ উঠে আসছে। মিসেলার ওয়াটার তুলোর বলে লাগিয়ে মুখে লাগিয়ে নিন। মেকআপ তুলতে ক্লিনজিং বাম ও নারকেল তেল সবচেয়ে বেশি কার্যকর। এতে ত্বকের উপর চাপ পড়ে না।
২) ক্লিনজিং বাম বা নারকেল তেল মুখে লাগিয়ে নেওয়ার পর ওয়েট টিস্যু ব্যবহার করে মুখ মুছে নিন। ওয়েট টিস্যুর বদলে আপনি ভিজে তোয়ালে বা নরম রুমালও ব্যবহার করতে পারেন। মিসেলার ওয়াটারের ক্ষেত্রে তুলোর বলেই সমস্ত মেকআপ উঠে আসে।
৩) মেকআপ ভাল করে মুছে নেওয়া পর ফোম বেসড ফেসওয়াশ দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন। এরপরও কিন্তু রোমকূপে মেকআপ আটকে থাকে। তাই পুনরায় একটা হালকা ক্লিনজার ব্যবহার করে মুখ ধুয়ে নিন। এরপর মুখে লাগিয়ে নিন টোনার ও ময়েশ্চারাইজার। ব্যস কাজ শেষ। এই উপায়ে আপনার মুখ থেকে সমস্ত মেকআপ, ময়লা পরিষ্কার হয়ে যাবে।