Oily Scalp: গরমে চুলে বেড়েছে চিটচিটে ভাব? শ্যাম্পু ছাড়াই পেয়ে যান অয়েল-ফ্রি স্ক্যাল্প

TV9 Bangla Digital | Edited By: megha

Apr 22, 2022 | 6:42 AM

Multani Mitti for Hair Care: স্ক্যাল্পে উপস্থিত তেল গ্রন্থি থেকে অতিরিক্ত তেল নিঃসরণের কারণে মাথার ত্বক তৈলাক্ত হয়।

Oily Scalp: গরমে চুলে বেড়েছে চিটচিটে ভাব? শ্যাম্পু ছাড়াই পেয়ে যান অয়েল-ফ্রি স্ক্যাল্প
শ্যাম্পু ছাড়াই তৈলাক্ত স্ক্যাল্পের সমস্যাকে দূর করুন অন্য উপায়ে।
Image Credit source: istockphoto.com

Follow Us

গরমে চুলের খেয়াল রাখা খুব কষ্টকর বিষয়। বড় ও ঘন চুল ভাল লাগলেও গরমে সেটার যত্ন নেওয়া খুব কঠিন হয়ে যায় গরমে। তার ওপর তৈলাক্ত স্ক্যাল্পের (Oily Scalp) সমস্যা রয়েছেই। অনেকের ক্ষেত্রে জেনেটিক্যালি তৈলাক্ত স্ক্যাল্পের সমস্যা থাকে। আবার বহু মানুষের হরমোন জনিত সমস্যা এবং দূষণের কারণেও এই সমস্যায় ভোগেন। অনেকেই রয়েছেন যাঁরা এই তৈলাক্ত স্ক্যাল্পের সমস্যা থেকে রেহাই পেতে প্রতিদিন শ্যাম্পু করেন। এই ক্ষেত্রে জেনে রাখা ভাল যে, প্রতিদিন শ্যাম্পু করলে (Shampoo) স্ক্যাল্পের তৈলাক্ত ভাব দূর হলেও ক্ষতি হয় চুলের। চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। এর ফলে ক্ষতিগ্রস্ত হয় চুল। চুল পড়ে (Hair Fall) যাওয়ার সমস্যা থেকে চুল ভেঙে যাওয়া- একাধিক সমস্যা দেখা দেয়। তাই শ্যাম্পু ছাড়াই তৈলাক্ত স্ক্যাল্পের সমস্যাকে দূর করুন অন্য উপায়ে।

স্ক্যাল্পে উপস্থিত তেল গ্রন্থি থেকে অতিরিক্ত তেল নিঃসরণের কারণে মাথার ত্বক তৈলাক্ত হয়। এমন অবস্থায় বারবার শ্যাম্পু দিয়ে চুল ধোয়ার পর তা বেশি পরিমাণে তৈরি হতে শুরু করে। এই পরিস্থিতিতে শ্যাম্পুর পরিবর্তে অন্য কোনও ঘরোয়া উপায় চেষ্টা করে দেখতে পারেন। এই ক্ষেত্রে মুলতানি মাটি আপনাকে সাহায্য করতে পারে।

মুলতানি মাটিতে কোনও রাসায়নিক পদার্থ থাকে না। এই কারণে এই চুল ও স্ক্যাল্পে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ফেলে না। শুধু তাই নয়, এটি ব্যবহার করলে খুশকি, চুলকানি, এমনকি উকুনের সমস্যাও দূর করা যায়। মুলতানি মাটি ব্যবহার করতে এটিকে সারারাত জলে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে আপনি এটি ভালভাবে ম্যাশ করে একটি পেস্ট তৈরি করুন এবং তারপরে স্ক্যাল্পে লাগান। এবার আপনার স্ক্যাল্পে হালকা হাতে ম্যাসাজ করুন, যাতে মুলতানি মাটি আপনার চুলে ভালোভাবে শোষিত হয়। এবার আপনার চুলকে এভাবে কিছুক্ষণ রেখে দিন এবং তারপর জলের সাহায্যে আপনার চুল ও স্ক্যাল্পে পরিষ্কার করুন।

রিঠা ও আমলকীর গুঁড়োও এই ক্ষেত্রে দারুণ কাজ করে। এটিও চুলের তেল মুক্ত করে পরিষ্কার করার একটি উপায়। এর জন্য একটি পাত্রে আমলকীর গুঁড়ো ও রিঠা নিন। এবার এতে সামান্য জল মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এবার এটি চুলে লাগিয়ে মাথার স্ক্যাল্পে হালকা হাতে ম্যাসাজ করুন। এটা কিছুক্ষণ রাখুন, তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এতেই দূর হয়ে যাবে আপনার স্ক্যাল্পের অতিরিক্ত তেল।

আরও পড়ুন: ৩০-এ পা দিয়েও পিছু ছাড়েনি ব্রণর সমস্যা? এর পিছনে আপনার চুল দায়ী নয় তো?

আরও পড়ুন: ত্বক দিন-দিন নিস্তেজ হয়ে পড়ছে! মৃত কোষ দূর করতে কীসের ওপর ভরসা রাখবেন?

আরও পড়ুন: টোনার থেকে ফেসপ্যাক, গরমে যে ভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা জেল

Next Article