AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Winter Skin Care: ঠিক ১৫ দিনে ত্বক হবে সোনার মত চকচকে, যদি নিয়ম মেনে কমলালেবুর ফেসপ্যাক বানিয়ে নেন এই ভাবে

Orange Face pack: কমলালেবুর খোসা গুঁড়ো, চালের গুঁড়ো, বেসন, কফি পাউডার, টক দই সমান পরিমাণে পাতিলেবুর রস সবকটি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে সপ্তাহে অন্তত দুদিন বডি স্ক্রাব হিসেবে ব্যবহার করুন

| Edited By: | Updated on: Dec 29, 2022 | 9:45 AM
Share
শীতের বাজার ছেয়েছে কমলালেবুতে। হলুদ পাকা কমলা দেখতেও ভারি ভালো লাগে। কমলালেবু ত্বকের জন্য ভীষণই ভাল। এছাড়াও এর খোসায় রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। আছে ভিটামিন সি।

শীতের বাজার ছেয়েছে কমলালেবুতে। হলুদ পাকা কমলা দেখতেও ভারি ভালো লাগে। কমলালেবু ত্বকের জন্য ভীষণই ভাল। এছাড়াও এর খোসায় রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। আছে ভিটামিন সি।

1 / 6
আর তাই কমলার খোসা কাজে লাগান রূপচর্চা। তবে খোসা আগে ভালভাবে রোদে শুকিয়ে নিতে হবে। এরপর তা গুঁড়ো করে নিয়ে ব্যবহার করুন।

আর তাই কমলার খোসা কাজে লাগান রূপচর্চা। তবে খোসা আগে ভালভাবে রোদে শুকিয়ে নিতে হবে। এরপর তা গুঁড়ো করে নিয়ে ব্যবহার করুন।

2 / 6
কমলালেবুর খোসা গুঁড়োর সঙ্গে মিশিয়ে ফেলুন বেসন। এই মিশ্রণটি প্রতিদিন স্নানের আগে কাঁচা দুধ দিয়ে খুব ভালো করে সারা শরীরে মুখে, গায়ে ঘষে ঘষে লাগিয়ে ফেলুন তারপরে স্নান করে ফেলুন

কমলালেবুর খোসা গুঁড়োর সঙ্গে মিশিয়ে ফেলুন বেসন। এই মিশ্রণটি প্রতিদিন স্নানের আগে কাঁচা দুধ দিয়ে খুব ভালো করে সারা শরীরে মুখে, গায়ে ঘষে ঘষে লাগিয়ে ফেলুন তারপরে স্নান করে ফেলুন

3 / 6
কমলালেবুর খোসা গুঁড়োর সঙ্গে কফি পাউডার, অ্যালোভেরা জেল আর কাঁচা দুধ মিশিয়ে প্যাক বানিয়ে নিতে হবে। এবার তা গায়ে, পিঠে ঘষে ঘষে লাগিয়ে নিন। এতে খুব ভাল ময়লা পরিষ্কার হয়।

কমলালেবুর খোসা গুঁড়োর সঙ্গে কফি পাউডার, অ্যালোভেরা জেল আর কাঁচা দুধ মিশিয়ে প্যাক বানিয়ে নিতে হবে। এবার তা গায়ে, পিঠে ঘষে ঘষে লাগিয়ে নিন। এতে খুব ভাল ময়লা পরিষ্কার হয়।

4 / 6
কমলালেবুর খোসা গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো চালের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে স্নানের আগে কাঁচা দুধ অথবা টক দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে সারা গায়ে মুখে, পিঠে ঘষে নিয়ে লাগাতে পারেন। ত্বক হবে মসৃণ।

কমলালেবুর খোসা গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো চালের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে স্নানের আগে কাঁচা দুধ অথবা টক দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে সারা গায়ে মুখে, পিঠে ঘষে নিয়ে লাগাতে পারেন। ত্বক হবে মসৃণ।

5 / 6
কমলালেবুর খোসা গুঁড়োর সঙ্গে মধু খুব ভালো করে মিশিয়ে সপ্তাহে অন্তত তিন দিন স্ক্রাবার হিসাবে ব্যবহার করতে পারেন। ত্বক ভাল থাকবে।

কমলালেবুর খোসা গুঁড়োর সঙ্গে মধু খুব ভালো করে মিশিয়ে সপ্তাহে অন্তত তিন দিন স্ক্রাবার হিসাবে ব্যবহার করতে পারেন। ত্বক ভাল থাকবে।

6 / 6