AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Beauty Tips: কী কী ক্ষতি হয় জানলে আর ব্যবহার করবেন না নেল পলিশ ও রিমুভার?

ভয়ানক বিপজ্জনক বিপদ লুকিয়ে আছে অ্যাসিটোন উপাদানে। তা হলে উপায়?

Beauty Tips: কী কী ক্ষতি হয় জানলে আর ব্যবহার করবেন না নেল পলিশ ও রিমুভার?
প্রতীকি ছবি
| Edited By: | Updated on: Jul 09, 2021 | 9:35 PM
Share

বাহ্যিক সৌন্দর্যের অন্যতম উপাদান নেল পলিশ। হাত-পায়ের নখের সৌন্দর্য বৃদ্ধিতে এই প্রসাধনীর ভূমিকা অনস্বীকার্য। তেমনই নেল পলিশ ওঠানোর উপাদানটিও গুরুত্বপূর্ণ। তাই নেল পালিশের সঙ্গে নেল পালিশ রিমুভারের উপস্থিতিও থাকে যে কোনও রমণীর প্রসাধনীর বাক্সে। কিন্তু আপনি কি জানেন, কী ভয়ানক বিপজ্জনক বিপদ লুকিয়ে আছে এই দুটি উপাদানে। জানলে আর ব্যবহারই করতে চাইবেন না।

আরও পড়ুন: কালার কারেক্টিং প্যালেট দিয়ে মেকআপ কী ভাবে করবেন?

অ্যাসিটোন। এই উপাদানটি ব্যবহার করা হয় জিনিসপত্র পরিষ্কার করার জন্য। উপাদানটি উপস্থিত থাকে নেল পলিশ ও নেল পলিশ রিমুভারে। অল্প পরিমাণে উপস্থিত থাকলেও মারাত্মক ক্ষতি করতে পারে শরীরের। কী সেই ক্ষতি?

গলার ক্ষতি হাতের আঙুলে লেপে দেওয়া নেল পলিশ ক্ষতি করতে পারে গলার। গলায় জ্বালা-জ্বালা ভাব তৈরি হতে পারে। নাকের ভিতর দিয়ে ঝাঁঝ ঢুকে শ্বাসপ্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে।

অ্যাজমা অ্যাসিটোন যুক্ত নেল পলিশ ও রিমুভার থেকে দূরে থাকা উচিত অ্যাজমা রোগীদের। এতে অ্যাজমা অ্যাটাক হওয়ার প্রবণতা বাড়তে পারে।

বমি ভাব ও বারবার বমি হওয়া যাঁদের কস্মিনকালেও বমির সমস্যা ছিল না, তাঁরা আক্রান্ত হতে পারেন। হঠাৎ করে বমি ভাব ও ঘনঘন বমি হওয়ার প্রবণতা বাড়তে পারে।

চোখ চোখ শরীরের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ। অ্যাসিটোনযুক্ত নেল পলিশ ও রিমুভার ক্ষতি করতে পারে চোখেরও। নানা ধরনের অ্যালার্জি হতে পারে। বারবার চোখ থেকে জল পরা, চোখ লাল হয়ে যাওয়া এর অন্যতম উপসর্গ।

নখের ক্ষতি সবচেয়ে বড় ক্ষতি হতে পারে নখেরই। যে নখকে সুন্দর করতে এই প্রসাধনীর ব্যবহার সারাবিশ্বে, সেই নখই ক্ষতিগ্রস্ত হতে পারে। অল্পে নখ ভেঙে যেতে পারে, নখের পরত উঠে আসতে পারে। নখ হয়ে যেতে পারে নিষ্প্রাণ ও নিস্তেজ।

তা হলে উপায়? উপায় একটাই। অ্যাসিটোন যুক্ত নেল পলিশ ও রিমুভার এড়িয়ে চলুন। এখন বাজারে অ্যাসিটোন মুক্ত নেল পলিশ ও রিমুভার কিনতে পাওয়া যায়। সেগুলি ব্যবহার করা যেতে পারে। তা হলে শরীরের ক্ষতিও হবে না, আবার নখের সৌন্দর্য বৃদ্ধিও পাবে ষোলোআনা।