Eye Brow Style: নতুন বছরের শুরুতে চেহারায় পরিবর্তন আনতে ভুরুর স্টাইলের সামান্য পরিবর্তন করলেই হবে…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Jan 05, 2022 | 11:27 AM

যখন আইব্রো করাবেন তার আগে ভেবে নিন আপনার মুখের আকৃতির সঙ্গে কী ধরনের আইব্রো ভাল লাগবে। সব মুখে সরু আইব্রো মানায় না, আবার মোটা আইব্রো যে আপনার মুখের সঙ্গে মানাবে তার কোনও মানে নেই।

Eye Brow Style: নতুন বছরের শুরুতে চেহারায় পরিবর্তন আনতে ভুরুর স্টাইলের সামান্য পরিবর্তন করলেই হবে...

Follow Us

চেহারার সঙ্গে ভুরুর আকৃতি ঠিকঠাক না হলে মুখের ধরনই বদলে যায়। তবে শুধু চেহারার নয়, চোখের সৌন্দর্যেরও অনেকটাই নির্ভর করে আইব্রো এর উপর। আইব্রো করাতে অনেকে পার্লারে যান, আবার অনেকে বাড়িতে নিজেই করে নেন। একবার আইব্রো করার পর অন্তত ২-৩ সপ্তাহের আগে আর করানো যায় না।

তাই যখন আইব্রো করাবেন তার আগে ভেবে নিন আপনার মুখের আকৃতির সঙ্গে কী ধরনের আইব্রো ভাল লাগবে। সব মুখে সরু আইব্রো মানায় না, আবার মোটা আইব্রো যে আপনার মুখের সঙ্গে মানাবে তার কোনও মানে নেই। সবার ভুরু জোড়া ঘন, কালো হয় না। তবে এখন বিভিন্ন আইব্রো পেন্সিল পাওয়া যায় মার্কেটে, যা দিয়ে আপনি নিজের পছন্দমতো আইব্রো এঁকে নিতে পারেন।

দুটি আয়না ব্যবহার করুন:

যখনই আইব্রো করবেন দুটি আয়না ব্যবহার করুন। একটা ছোট আর একটা বড় আয়না। আইব্রো করার সময় ছোট আয়নার ওপর নজর রাখবেন, আর বড় আয়নায় দেখবেন ঠিকঠাক আইব্রো হল কিনা। অবশ্যই সময় নিয়ে আইব্রো করবেন। তাড়াহুড়ো করতে গিয়ে খারাপ হয়ে যেতে পারে।

প্রতিদিন হালকা আইব্রাও করুন:

আপনি পার্লারে না গিয়ে যদি বাড়িতে নিজেই আইব্রো করেন তাহলে একদিনে করতে যাবেন না। তার থেকে ভাল প্রতিদিন দু-একটা হেয়ার রিমুভ করা। এতে আপনি ভুরুর শেপ ঠিক রাখতে পারবেন। স্নান করার পর আইব্রো করার চেষ্টা করবেন।

ভুরুর ওপরের দিক থেকে প্লাক করবেন না:

কখনও ভুরুর ওপরের দিক থেকে প্লাক করবেন না। এতে আইব্রোর শেপ নষ্ট হয়ে যাবে। আইব্রো করার আগে ভাল করে ব্রাশ করে নিন, দেখুন আপনার ভুরুর শেপের বাইরে কোথাও হেয়ার আছে কিনা। যদি থাকে তাহলে সেগুলোই প্লাক করুন শুধু। সবসময় ভুরুর চুলের গ্রোথ যেদিকে সেই দিকে প্লাক করবেন।

ভুরুর ন্যাচারাল শেপ রাখুন:

অনেকেই মোটা ভুরু হলে সরু করে শেপ করেন। অনেকে আবার জোড়া ভুরু থাকলে মাঝখানটা প্লাক করে আলাদা করে দেন। এসব একদম করবেন না। এতে ভুরু জোড়ার শেপ নষ্ট হয়ে যাবে। মুখের সৌন্দর্য হারিয়ে যাবে। আপনার ভুরুর প্রাকৃতিক শেপ যেটা সেটাই রাখবেন সবসময়।

সাবধানে ট্রিম করুন:

ট্রিম করলে আপনার ভুরু জোড়ার শেপ ভাল থাকবে। ট্রিম করার জন্য একটি স্পুলি ব্রাশ এবং সোজা কাঁচি দরকার। ভুরু ভাল করে ব্রাশ করার পর ট্রিম করুন।

আরও পড়ুন: Post-Covid Hair Fall: করোনা হওয়ার পর অঝোরে চুল ঝরছে! চুল পড়া রোধ করার সহজ ও ঘরোয়া টিপস দেওয়া রইল…

আরও পড়ুন: Coconut Oil: শীতে আপনার ত্বকের কোমলতা বজায় রাখবে এই একটি মাত্র উপাদান! দেখে নিন কীভাবে ব্যবহার করবেন

আরও পড়ুন: Winter Hair Care: শীতকালে চুল ধোয়ার জন্য কোনটা বেশি উপযুক্ত? গরম জল না কি ঠাণ্ডা জল? সবিস্তারে জেনে নিন…

Next Article