AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bleach: পার্লারের কেমিক্যাল ব্লিচে ত্বকে র‍্যাশ বেরিয়ে গিয়েছে? প্রাকৃতিক উপাদান দিয়ে বাড়িতেই ব্লিচ বানিয়ে নিন

Skin Care: ব্লিচ মেলানিনের মাত্রা ঠিক রাখে, যা ত্বককে পিগমেন্টেড করে তোলে, পাশাপাশি এর মাধ্যমে মৃত কোষ মেরামত করে, যা ত্বকে নতুন জীবন দেয়।

Bleach: পার্লারের কেমিক্যাল ব্লিচে ত্বকে র‍্যাশ বেরিয়ে গিয়েছে? প্রাকৃতিক উপাদান দিয়ে বাড়িতেই ব্লিচ বানিয়ে নিন
Image Credit: istockphoto.com
| Edited By: | Updated on: Mar 03, 2022 | 8:24 PM
Share

সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব, ভুল খাদ্যাভ্যাস এবং ত্বকের সঠিক যত্ন না নেওয়ার কারণে আমাদের ত্বক শুষ্ক, কালচে ও প্রাণহীন দেখাতে শুরু করে। এমন পরিস্থিতিতে, মহিলারা প্রায়শই ত্বকের উজ্জ্বলতা (Skin Whitening) বাড়াতে ব্লিচের সাহায্য নেন। ব্লিচ (Bleach) মেলানিনের মাত্রা ঠিক রাখে, যা ত্বককে পিগমেন্টেড করে তোলে, পাশাপাশি এর মাধ্যমে মৃত কোষ মেরামত করে, যা ত্বকে নতুন জীবন দেয়। কিন্তু ব্লিচ-এ রাসায়নিক ব্যবহার করা হয়, তাই এটি অনেকের জন্য উপযুক্ত নয়। আপনারও যদি এমন সমস্যা থাকে, তাহলে পাঁচ টাকার ভ্যাসলিন দিয়ে ঘরেই তৈরি করতে পারেন ন্যাচারাল ব্লিচ (Home Remedies)। এটি আপনার ত্বকে একটি উজ্জ্বলতা আনবে এবং এর পাশাপাশি কোনও পার্শ্ব প্রতিক্রিয়া পড়বে না আপনার ত্বকের ওপর।

এই ব্লিচ তৈরি করতে কী-কী উপাদান লাগবে?

এই ব্লিচটি তৈরি করতে আপনার খুব বেশি উপাদানের প্রয়োজন নেই। মাত্র তিনটি জিনিস দিয়েই সহজে এই ব্লিচ আপনি তৈরি করতে পারবেন।। এর জন্য আপনার প্রয়োজন আধ টেবিল চামচ ভ্যাসলিন, এক চা চামচ টমেটো এবং এক চতুর্থাংশ টেবিল চামচ হলুদের গুঁড়ো।

কী ভাবে তৈরি করবেন এই হোমমেড ব্লিচ?

ভ্যাসলিন দিয়ে ব্লিচ তৈরি করতে প্রথমে টমেটোটা ভাল করে পিষে পিউরি বানিয়ে নিন। এবার একটি পাত্রে টমেটো পিউরিটা নিন এবং হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এরপর এতে ভ্যাসলিন মেশান। এবার সবগুলো উপাদান ভাল করে মিশিয়ে নিন, তারপর ব্যবহার করুন।

কী ভাবে ব্যবহার করবেন এই হোমমেড ব্লিচ?

ব্লিচ ব্যবহার করার আগে, আপনার ঘাড় থেকে মুখ পর্যন্ত ভাল করে পরিষ্কার করা উচিত। এরপরে, ঘাড় থেকে মুখ পর্যন্ত ঘরে তৈরি ওই ব্লিচের একটি পুরু স্তর লাগান। এভাবে প্রায় আধ ঘণ্টা রেখে দিন। এর মধ্যে এটি কিছুটা শুকিয়ে যাবে। এর পর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

আপনি সপ্তাহে প্রায় দুইবার এই ব্লিচ করতে পারেন। এতে আপনার ত্বক উজ্জ্বল হবে এবং ট্যানও দূর হয়ে যাবে। এ ছাড়া যেকোনও অনুষ্ঠানে যাওয়ার একদিন আগে এটি করলে তৎক্ষণা মুখে অনেক উজ্জ্বলতা আসবে।

ব্লিচ করার সময় যে বিষয়গুলি মাথায় রেখে চলবেন-

-ব্লিচ করার পরেই কখনও রোদে বেরিয়ে যাবেন না। ব্লিচ করার পরে ত্বক সেনসিটিভ হয়ে যায়। এই সময় ত্বকে রোদ লাগালে ত্বকের আরও ক্ষতি হতে পারে।

-ময়লা এবং তেল থেকে মুক্তি পেতে ব্লিচ করার আগেই মুখ ভাল করে ধুয়ে নেবেন। না হলে মুখে তেল থেকে গেলে আপনার মুখ ঠিকভাবে ব্লিচ হবে না।

-ব্লিচ করার একদম আগে কিংবা ব্লিচ করার পরই থ্রেডিং করাবেন না।

আরও পড়ুন: গরম বাড়লেও কমেনি শুষ্ক ত্বকের সমস্যা! উপায় কি তাহলে ঘরোয়া প্রতিকার?